গেমিং PC বানানোর অনেক ঝক্কি। এছাড়াও পকেটে জোড় না থাকলে বানানো সম্ভব নয় গেমিং PC। আর গেমিং PC তে অবশ্যই চাই একটি ধাঁসু গ্রাফিক্স কার্ড। কিন্তু বাজারে কম দামে গেমিং গ্রাফিক্স কার্ড পাওয়া খুবই শক্ত। আর তাই এবার Nvidia কম দামে লঞ্চ করল গেমিং GeForce GTX 1050 3GB গ্রাফিক্স কার্ড।সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে দেখা গিয়েছে নতুন এই বাজেড় গ্রাফিক্স কার্ডটি।
কনফিগারেশানের দিক থেকে GTX 1050Ti ও GTX 1050 এর মাঝে রয়েছে নতুন এই GeForce GTX 1050 3GB গ্রাফিক্স কার্ড। 96 bit বাস পাওয়া যাবে GeForce GTX 1050 3GB গ্রাফিক্সে কার্ডে। যেখানে GeForce GTX 1050 ও GTX 1050 Ti তে পাওয়া যায় 128 bit বাস। নতুন এই গ্রাফিক্স কার্ডে আছে 3GB DDR5 মেমারি। যদিও অন্য দুটি গ্রাফিক্স কার্ড GeForce GTX 1050 ও GTX 1050 Ti তে আছে 2GB মেমারি।
নতুন GeForce GTX 1050 3GB তে থাকবে একটি 768 CUDA কোর গ্রাফিক্স প্রসেসার। এই একই প্রসেসার ব্যাবহার হয় GTX 1050 Ti তেও। যদিও GTX 1050 এ আছে 640 প্রসেসার। নতুন 3GB GTX 1050 1518MHz পর্যন্ত যেতে পারে। অন্যদিকে GTX 1050 গ্রাফিক্স কার্ডের ক্লক স্পিড 1455MHz আর 1392MHz ক্লকস্পিডে পৌঁছায় GTX 1050 Ti।
প্রায় দেড় বছর আগে লঞ্চ হয়েছিল GTX 1050 ও GTX 1050 Ti গ্রাফিক্স কার্ডদুটি। তাই বাজেট সেগমেন্টে নতুন একটি গ্রাফিক্স কার্ড লঞ্চের প্রয়োজনীয়তা অনুভব করেছিল Nvidia। এছাড়াও কোম্পানি শিঘ্রই ঘোষনা করবে তাদের নতুন GPU আর্কিটেকচার।
If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন