স্মার্টফোনের পরে এবার ল্যাপটপ লঞ্চ করতে চলেছে Redmi। এই ল্যাপটপের নাম ফতে চলেছে RedmiBook 14। শিঘ্রই লঞ্চ হবে Redmi K20। Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথেই লঞ্চ হবে RedmiBook 14। আপাতত শুধুমাত্র চিনে এই দুটি প্রোডাক্ট লঞ্চ করবে Xiaomi। ইতিমধ্যেই অনলাইনে একাধিক জায়গায় RedmiBook 14 ল্যাপটপের স্পেসিফিকেশন সামনে এসেছে। তুলনামুলক সস্তা দামে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে আসতে চলেছে এই ল্যাপটপ।
সম্প্রতি MySmartPrice ওয়েবসাইটে RedmiBook 14 এর স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ল্যাপটপে থাকবে একটি 14 ইঞ্চি ডিসপ্লে। Intel Core i3, Core i5 অথবা Core i7 মোবাইল প্রসেসারে পাওয়া যাবে এই ল্যাপটপ। সাথে থাকবে GeForce MX250 GPU।
প্রথম Redmi ল্যাপটপে থাকবে 4GB অথবা 8GB RAM আর 128GB অথবা 256GB SSD স্টোরেজ।
অন্য এক রিপোর্টে জানা গিয়েছে RedmiBook 14 ল্যাপটপে Windows 10 Home অপারেটিং সিস্টেম চলবে। সাথে থাকবে ফুল সাইজ ব্যাকলিট কি-বোর্ড। থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর আর এসডি কার্ড স্লট। মেটাল বিল্ডের এই ল্যাপটপের ওজন 1.3 কিলোগ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন