কেমন দেখতে হবে নতুন iPhone?

এই বছর তিনটি iPhone ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে অ্যাপেল। প্রথম ভেরিয়েন্টে থাকতে পারে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। এই ফোন থ্রি ডি চাচ এর ফিচার থাকবে না।

কেমন দেখতে হবে নতুন iPhone?

Photo Credit: Macotakara

হাইলাইট
  • এই বছর তিনটি iPhone ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে অ্যাপেল
  • প্রথম ভেরিয়েন্টে থাকতে পারে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে
  • দামী ভেরিয়েন্টে থাকবে একটি OLED ডিসপ্লে
বিজ্ঞাপন

এই বছর তিনটি iPhone ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে অ্যাপেল। প্রথম ভেরিয়েন্টে থাকতে পারে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। এই ফোন থ্রি ডি চাচ এর ফিচার থাকবে না। এই ফোনটির দাম অপেক্ষাকৃত দাম কম হবে। সবথেকে দামী ভেরিয়েন্টে থাকবে একটি OLED ডিসপ্লে। এই ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও এক ফোনের কেস প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে iPhone SE 2 লঞ্চ করা হবে না।

 

একটি ভিডিওতে iPhone এর এই মডেল গুলি থ্রি ডাইমেনশানে দেখানো হয়েছে। এছাড়াওজানানো হয়েছে এটিও এই বছরের iPhone এর শেষ ডিজাইন। এই ভিডিওতে তিনটি মডেলকেই পাশাপাশি দেখা গিয়েছে। সবথেকে ছোট ফোনটির ডিসপ্লে সাইজ 5.8 ইঞ্চি। গ বছরের iPhone X এর থেকে দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় একই আছে নতুন জেনারেশানের এই ফোন। এমনকি ফোনের পিছনে ক্যামেরা মডিউলেও কোন তফাৎ চোখে পড়েনি।

 

সবথেকে দামি iPhone এ থাকবে 6.4 ইঞ্চি OLED ডিসপ্লে। iPhone 8 Plus এর প্রায় সমান মাপে হবে এই ফোন। যদিও iPhone 8 Plus এর কোন চকভার এই ফোনে ফিট হবে না। কারন এই ফোনের ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এছারাও রিয়ার ক্যামেরাদুটি উপর নীচে থাকবে। এছাড়াও এই ফোনের স্পিকারগুলি ফোনের নীচে থাকবে। তবে কোম্পানির তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
 

এছাড়াও লঞ্চ হবে একটি মাঝের মডেল। এই মডেলে থাকবে একটি 6 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের পিছনে একটি মাত্রক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও নীচের দিকে সিম ট্রে থাকবে। নীচে এই তিনটে ফোন হাতে নিয়ে তুলনা করার ভিডিওটি দেখে নিন।

 

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  2. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  3. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  4. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  5. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  6. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  7. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  8. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  9. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  10. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »