Photo Credit: YouTube
একটি রিপোর্ট অনুযায়ী, Nothing কোম্পানি মার্চের আগামী 4 তারিখ তাদের লঞ্চিং অনুষ্ঠানে অন্তত দুটি স্মার্টফোনের উন্মোচন ঘটাতে পারে।এই ব্রিটিশ স্মার্টফোন নির্মাতারা Nothing Phone 2a-এর উত্তরসূরী হিসেবে, Nothing Phone 3a হ্যান্ডসেটটি তৈরি করছে বলে দাবি করা হয়েছে। যেখানে এই মডেলটি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেখানে কোম্পানি অন্য একটি মডেল “Pro” নামে এটির সাথে যুক্ত হতে পারে এবং এটি কোম্পানির প্রথম প্রো-মডেল হবে। পূর্বের ফাঁস হওয়া তথ্য থেকে ধারণা করা যাচ্ছে যে, Nothing-কোম্পানি তাদের ফ্লাগশিপ Phone 3 উন্মোচন করার আগে, এই বছরে তিনটি অন্য স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে।
Android Headlines-এর রিপোর্ট অনুযায়ী, আলোচিত Nothing Phone 3a এবং Phone 3a Pro-হ্যাণ্ডসেটগুলি কোম্পানি আগামী 4ই মার্চ প্রোডাক্টের উন্মোচনের দিন লঞ্চ করবে। অন্যদিকে পূর্বের কিছু ফাঁস হওয়া তথ্য থেকে মনে করা হচ্ছে যে, Phone 3a-এর সাথে একটি “Plus” ভ্যারিয়েন্টও যুক্ত হতে পারে। তবে সম্প্রতি কিছু রিপোর্টে এটি “Pro”-মডেলের সাথে পরিবর্তিত করা হতে পারে বলে দাবি করা হয়েছে।
লঞ্চের বিষয়ে বলা হয়েছে যে, Nothing Phone 3a হ্যান্ডসেটটি, 8জিবি+128জিবি এবং 12জিবি+256জিবি এই দুই কনফিগারেশনের সাথে আসবে। এটি কালো এবং সাদা এই দুটি রঙের বিকল্প প্রদান করতে পারে। অন্যদিকে Phone 3a Pro হ্যান্ডসেটটি একমাত্র 12জিবি+256জিবি ভ্যারিয়েন্ট এবং শুধুমাত্র ধূসর রঙের সাথে আসতে পারে।
Nothing-এর আসন্ন লঞ্চিং অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছে “Power in Perspective”। টিজ করা ফোনের ছবিটিতে দেখা যাচ্ছে যে,ফোনটির উলম্বভাবে সজ্জিত দুটি রিয়ার ক্যামেরা রিংয়ের চারপাশে একটি “Glyph” ইন্টারফেস আছে। এখনো পর্যন্ত ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন অজানা হলেও মনে করা হচ্ছে যে,আসন্ন লঞ্চ ইভেন্টের আগেই কোম্পানি আরো টিজার পেশ করবে।
পূর্বের কিছু রিপোর্টে বলা হয়েছে যে, Nothing Phone 3a হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশ-রেটের সাথে একটি 6.8-ইঞ্চির full-HD+ AMOLED-ডিসপ্লে দ্বারা সজ্জিত হতে পারে। এটি Snapdragon 7s Gen 3 চিপসেট দ্বারা চালিত হতে পারে এবং এটির সাথে 12জিবি RAM এবং 256জিবি স্টোরেজ অন্তর্ভুক্ত করা হতে পারে।ফোনটি সম্ভবত A059-মডেল নম্বর বহন করবে।
ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভবনা আছে, যেটিতে একটি 50-মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা,একটি 2X অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটি সম্ভবত একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেতে পারে।
আলোচিত হ্যান্ডসেটটি সম্ভবত 45W-এর চার্জিং সমর্থিত একটি 5000mAh-ব্যাটারী দ্বারা চালিত হবে। এটি NFC-র সংযোগ ব্যবস্থা প্রদান করতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন