50MP ক্যামেরার সাথে লঞ্চ হল Ai+ Pulse ও Nova 5G স্মার্টফোন, দাম মাত্র 4,999 টাকা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 জুলাই 2025 16:46 IST
হাইলাইট
  • AI+ Pulse ও AI+ Nova 5G মেড-ইন-ইন্ডিয়া স্মার্টফোন
  • দুই ফোনেই 50MP ক্যামেরা ও 5,000mAh ব্যাটারি আছে
  • AI+ Pulse, AI+ Nova 5G ফোন দুটি NxtQuantum OS-এ চলে

AI+ Pulse ও AI+ Nova 5G ফ্লিপকার্টে পাওয়া যাবে

AI+ Pulse ও A1+ Nova 5G আজ ভারতে লঞ্চ হল। রিয়েলমি ইন্ডিয়ার প্রাক্তন CEO মাধব শেঠের সংস্থা NxtQuantum Shift Technologies এই লো-বাজেট ফোনগুলি দেশে এনেছে। দাম মাত্র 4,999 টাকা থেকে শুরু হচ্ছে। ভারতেই ডিজাইন ও প্রোডাকশন হয়েছে বলে দাবি করছে কোম্পানি। উভয় স্মার্টফোনেই 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5,000mAh ব্যাটারি, এবং Android-15 ভিত্তিক NxtQuantum OS রয়েছে। সম্পূর্ণরূপে ভারতে তৈরি এই অপারেটিং সিস্টেমে একটি বিশেষ ড্যাশবোর্ড রয়েছে যা কোন অ্যাপ কীভাবে ডেটা ট্র্যাক করছে, তা দেখিয়ে দেয়। এর ফলে ব্যবহারকারীদের জানতে পারবেন যে, ফোনে কোন অ্যাপ রাখলে গোপনীয়তা ভঙ্গ হবে।

A1+ Pulse স্পেসিফিকেশন ও ফিচার্স

Ai+ Pulse ফোনটি 6.7 ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন HD+ (720x1600 পিক্সেল), রিফ্রেশ রেট 90 হার্টজ এবং ব্রাইটনেস 450 নিট। এটি 8.5 মিমি পুরু এবং ওজন প্রায় 193 গ্রাম। ফোনটিতে Unisoc T615 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 4 জিবি/6 জিবি র‍্যাম এবং 64  জিবি/128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশন অফার করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

এআই+ পালস 50 মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে এসেছে। এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি রয়েছে। এফএম রেডিও এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনটি কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অনুমোদিত গুগল ক্লাউড সার্ভারে ডেটা স্টোর করে রাখে।

A1+ Nova 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

A1+ Nova 5G স্মার্টফোনেও 6.7 ইঞ্চির ডিসপ্লে আছে, যার রেজোলিউশন 720x1600 পিক্সেল ও এবং ব্রাইটনেস 450 নিট। তবে এটির রিফ্রেশ রেট 120 হার্টজে আপগ্রেড করা হয়েছে। ফোনটি 8.2 মিমি পুরু এবং ওজন প্রায় 196 গ্রাম। হ্যান্ডসেটটি Unisoc T8200 চিপসেট দ্বারা চালিত যা AnTuTu বেঞ্চমার্কে 5,10,000 স্কোর করেছে।

এআই+ নোভা 5G বিক্রি হবে 6 জিবি/8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনে। এখানেও মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়। পিছনে 50 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা ও সামনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। দুই ফোনেই Android-15 ভিত্তিক NxtQuantum OS, ডেটা এনক্রিপশন, নেক্সটপ্রাইভেসি ড্যাশবোর্ড, নেক্সটসেফ স্পেস, নেক্সটমুভ অ্যাপ, ইত্যাদি বর্তমান।

ভারতে AI+ Pulse ও A1+ Nova 5G এর দাম

ভারতে  AI+ Pulse এর বেস মডেলের দাম 4,999 টাকা যা 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অফার করে। আর 6 জিবি র‍্যাম + 128 জিবি ভেরিয়েন্টের দাম 6,999 টাকা। অন্যদিকে, AI+ Nova 5G এর 6 জিবি র‍্যাম + 128 জিবি মডেলের দাম 7,999 টাকা ও 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 9,999 টাকা রাখা হয়েছে। ফোনগুলি Flipkart থেকে কালো, নীল, সবুজ, গোলাপী এবং বেগুনি রঙে পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9-এর নতুন রেড ভেলভেট ভার্সনের সেল শুরু, মিলছে 7,000 টাকা ডিসকাউন্ট
  2. iPhone 16 Pro Max-এর মতো ডিজাইন নিয়ে Realme Narzo 90 Series 5G শীঘ্রই ভারতে আসছে
  3. Starlink ভারতে ইন্টারনেট প্ল্যানের দাম প্রকাশ করল, আনলিমিটেড ডেটার সঙ্গে এক মাস একেবারে ফ্রি
  4. পেন্সিলের থেকেও পাতলা ফোন Motorola Edge 70 ডিসেম্বর 15 ভারতে আসছে, মুগ্ধ হবেন ডিজাইন-ফিচার্সে
  5. Vivo ডিসেম্বরে দু'টি দুর্ধর্ষ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা করল, ফিচার্স মনে ঝড় তুলবে
  6. OnePlus-এর ইতিহাসে সবথেকে শক্তিশালী ব্যাটারি-যুক্ত ফোন আসছে ভারতে, পাওয়ার শুনলে চমকে যাবেন
  7. সঞ্চার সাথীর রেশ কাটতেই ফের বিতর্ক, এবার 24 ঘন্টা নাগরিকদের উপর নজরদারির প্রস্তাব
  8. 200 টাকার নিচে দু'টি রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, চাপ বাড়ল গ্রাহকদের
  9. Poco C85 5G বিরাট ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হচ্ছে, চোখ সুস্থ রাখতে বিশেষ ফিচার
  10. 50MP সেলফি ক্যামেরা ও 16GB র‍্যাম সহ আসছে Vivo S50, ডিজাইন দেখলে অবাক হবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.