ফ্লিপকার্ট একটি ডেডিকেটেড ওয়েবপেজ তৈরি করে আসন্ন AI+ Pulse ও Nova 5G ফোন দুটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করেছে। এতে 50 মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা, 1 টেরাবাইট পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ এবং 5,000 এমএএইচ ব্যাটারি থাকবে। Nova 5G কালো, নীল, সবুজ, গোলাপী এবং বেগুনি রঙের বিকল্পে পাওয়া যাবে।
AI+ Pulse এবং AI+ Nova 5G এর ডিজাইন ও কালার অপশন প্রকাশ করেছে। ফোন দুটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করবে। জুলাই মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। ফোনগুলি বাজেট সেগমেন্টে আসবে।