AI+ Pulse ও AI+ Nova 5G অবশেষে জুলাইতে লঞ্চ হচ্ছে, ফিচার্স কেমন হবে দেখুন

জুলাইতে লঞ্চের আগে AI+ Pulse এবং AI+ Nova 5G এর অফিসিয়াল ছবি প্রকাশ হয়েছে। ফোন দুটি কালো, নীল, সবুজ, গোলাপী এবং বেগুনি রঙে পাওয়া যাবে।

AI+ Pulse ও AI+ Nova 5G অবশেষে জুলাইতে লঞ্চ হচ্ছে, ফিচার্স কেমন হবে দেখুন

Photo Credit: AI+

AI+ Pulse এবং AI+ Nova 5G অফার করবে 50 মেগাপিক্সেল ক্যামেরা

হাইলাইট
  • AI+ Pulse এবং AI+ Nova 5G বাজেট ফোন হিসাবে জুলাইতে লঞ্চ হবে
  • ফোন দুটি কালো, নীল, সবুজ, গোলাপী, ও বেগুনি রঙে পাওয়া যাবে
  • AI+ Pulse এবং AI+ Nova 5G-তে 50MP ক্যামেরা থাকবে
বিজ্ঞাপন

AI+ ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি সারছে। ভারতের মোবাইল ফোনের বাজারে প্রথম ইনিংস শুরু করার আগে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে তারা। যদিও এখনও লঞ্চের তারিখ ঘোষণা হয়নি, কোম্পানি এখন AI+ Pulse এবং AI+ Nova 5G এর ডিজাইন ও কালার অপশন প্রকাশ করেছে। ফোন দুটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। জুলাই মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। AI+ সংস্থার ফোনগুলি বাজেট সেগমেন্টে আসবে এবং হাই-স্পিড পারফরম্যান্স, নেক্সট জেনারেশন কানেক্টিভিটি, ও স্মুদ ফাংশনালিটি অফার করবে।

AI+ Pulse এবং AI+ Nova 5G লঞ্চ টাইমলাইন, ডিজাইন ও কালার অপশন

AI+ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আসন্ন AI+ Pulse এবং AI+ Nova 5G কালো, নীল, সবুজ,  গোলাপী এবং বেগুনি রঙের বিকল্পে আসবে। দুটি ফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে সিঙ্গেল-টোন ফ্ল্যাশ সহ একটি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর অবস্থান করবে। ফোনগুলির ক্যামেরা মডিউলটি আয়তক্ষেত্রাকার।

রিয়ার ক্যামেরা আইল্যান্ডের কাছে লেখা থেকে বোঝা যায় যে, AI+ Nova 5G মডেলে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমর্থিত ফটোগ্রাফি ও এডিটিং ফিচার্স থাকবে। ডিভাইসটির ফ্রন্ট প্যানেলের ডিজাইনে একটি ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাচ্ছে, যার উপরে একটি ওয়াটারড্রপ নচ এবং সামনের ক্যামেরাটি রয়েছে।

AI+ Pulse এবং AI+ Nova 5G জুলাই মাসে ভারতে লঞ্চ হবে। স্মার্টফোন দুটির জন্য ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইটও লাইভ করা হয়েছে। ফোনগুলি কেবলমাত্র অনলাইনে ই-কমার্স সাইটের মাধ্যমে দেশে কেনার জন্য উপলব্ধ থাকবে। উভয় মডেলেই লাল রঙের পাওয়ার বোতাম থাকবে। AI+ Pulse "মসৃণ, দৈনন্দিন কার্যকারিতা" প্রদান করবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মডেলটি "উচ্চ-গতির কর্মক্ষমতা এবং পরবর্তী প্রজন্মের সংযোগ" সহ আসবে বলেও দাবি করা হয়েছে। ফোনগুলি ডেটা প্রাইভেসি ও রেসপন্সিভ মাল্টিটাস্কিংয়ের উপরও বিশেষ নজর দেবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, আগের একটি ফাঁস হওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছিল, AI+ Nova 2 5G ডুয়াল সিম সাপোর্ট করবে। পাশাপাশি 6GB RAM এবং 128GB অনবোর্ড স্টোরেজ কনফিগারেশন সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আজ ভারতে একটি নতুন স্মার্টফোন হয়েছে যার নাম Oppo K13x 5G। এটি তার সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী বিল্ড কোয়ালিটি অফার করবে বলে দাবি করা হয়েছে। এতে 360 ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডির পাশাপাশি, সামুদ্রিক স্পঞ্জ থেকে অনুপ্রাণিত এক ধরনের স্পঞ্জ বায়োমিমেটিক শক অ্যাবসর্পশন সিস্টেম রয়েছে। এছাড়া, MIL-STD 810-H শক রেজিস্ট্যান্স ও IP65 রেটিং বর্তমান।

ভারতে Oppo K13x 5G এর বেস মডেলে দাম শুরু হচ্ছে 15,999 টাকা থেকে যা 4GB RAM + 128GB স্টোরেজ অফার করে। আর 6GB এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম যথাক্রমে 16,999 টাকা ও 18,999 টাকা। ফোনটির অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে 6.67 ইঞ্চি LCD স্ক্রিন, MediaTek Dimensity 6300 প্রসেসর, 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, 45W SuperVOOC চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি, ইত্যাদি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S25 FE লঞ্চ হল, চমক ফিচার্সে, 7 বছর Android আপডেট মিলবে
  2. Tecno Pova Slim 5G: বিশ্বের সবচেয়ে পাতলা ফোন ভারতে এল, দাম জেনে নিন
  3. Jio পুজোর আগে বাম্পার অফার আনল, রিচার্জ করলে 3,000 টাকার ভাউচার ফ্রি
  4. ভাঙবে না, ভিজবেও না, মাত্র 6,399 টাকায় দেশের সবচেয়ে সস্তা মিলিটারি ফোন আনল Itel
  5. পুজোর মুখে জোড়া ধাক্কা, জোমাটোর পর খাবার অর্ডার করার খরচ বাড়াল Swiggy
  6. Samsung-এর জোড়া চমক, Galaxy S25 FE ও Galaxy Tab S11 সিরিজ লঞ্চ হচ্ছে আগামীকাল
  7. Motorola Edge 60 Neo ট্রিপল ক্যামেরা, OLED ডিসপ্লে সহ আসছে, পুজোর আগে লঞ্চ হতে পারে
  8. 6,000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Oppo A5i Pro 5G
  9. পুজোর আগে ফি বাড়িয়ে দিল Zomato, বিরিয়ানি, চাইনিজ অর্ডার করতে 20 শতাংশ বেশি খরচ
  10. বিদ্যুতের গতিতে চার্জ হবে iQOO 15, ডিসপ্লে ও ক্যামেরায় চমকে দেবে সবাইকে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »