Amazon Great Indian Festival সেলে OnePlus 13 ছাড়াও, OnePlus 13s, Nord 5, Nord 4 ডিসকাউন্টে বিক্রি হবে
Photo Credit: OnePlus
Amazon Great Indian Festival সেলে OnePlus 13 স্মার্টফোনে দুর্দান্ত ডিল
Amazon Great Indian Festival Sale নিয়ে শীঘ্রই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সেপ্টেম্বর 23 থেকে শুরু হচ্ছে বছরের সবথেকে বড় সেল। উৎসবের মরসুম উপলক্ষে প্রতি বছর এই মেগা সেলের আয়োজন করে অ্যামাজন। স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব, ল্যাপটপ, ক্যামেরা, এসি, পোশাক, প্রসাধনী, সহ গৃহস্থালীর কাজে ব্যবহৃত বিভিন্ন পণ্য আকর্ষণীয় ছাড়ে বিক্রি হয়। এই বছরেও প্রাইম মেম্বাররা 24 ঘন্টা আগে অর্থাৎ সেপ্টেম্বর 22 সেলের আগাম অ্যাক্সেস পাবে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের 2025 সংস্করণের অন্যতম বড় ডিল হতে চলেছে OnePlus 13। ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম বিপুল ছাড়ে কেনার সুযোগ ক্রেতাদের কাছে।
ওয়ানপ্লাস ক্লাস X (সাবেক টুইটার)-এর একটি পোস্টে Amazon সেলে ওয়াপ্লাসের দেওয়া অফারগুলি প্রকাশ করেছে। যার মধ্যে কোম্পানির বর্তমান ফ্ল্যাগশিপ, OnePlus 13 উল্লেখযোগ্য ডিসকাউন্টে পাওয়া যাবে। স্মার্টফোনটি গত জানুয়ারিতে 69,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল।
তবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের সময়, স্মার্টফোনের বেস মডেলটি 57,999 টাকায় কেনা যাবে। অর্থাৎ লঞ্চ প্রাইসের থেকে 12,000 টাকা কম। মনে রাখবেন, এটা শুধু ফ্ল্যাট ডিসকাউন্ট নয়। এই ছাড়ে ই-কমার্স প্ল্যাটফর্মটির অফার ও স্টেট ব্যাংকের (SBI) ক্রেডিট ও ডেবিট কার্ডের উপর অতিরিক্ত ছাড় উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে।
OnePlus 13 মডেলটির পাশাপাশি, কোম্পানির আরও বেশ কয়েকটি স্মার্টফোনের দাম কমতে চলেছে। লঞ্চের সময় OnePlus 13s এর দাম ছিল 54,999 টাকা (12 জিবি + 256 জিবি), কিন্তু Amazon সেলে এটি 47,999 টাকায় কিনতে পারবেন। একইভাবে, OnePlus Nord 4 এবং Nord 5 যথাক্রমে 25,499 টাকা এবং 28,749 টাকায় মিলবে। এখানেও দামের মধ্যে SBI কার্ড-ভিত্তিক ডিসকাউন্ট যোগ আছে।
ওয়ানপ্লাস 13 একটি 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,440 x 3,168 পিক্সেল রেজোলিউশন, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও সেরামিক গার্ড গ্লাস অফার করে। Snapdragon 8 Elite প্রসেসর চালিত এই স্মার্টফোন সর্বোচ্চ 24 জিবি র্যাম ও 1 টিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। গ্রাফিক্সের জন্য Adreno 830 জিপিইউ আছে। ফোনটির 6,000mAh ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
OnePlus 13 ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। এতে f/1.6 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.6 অ্যাপারচার, 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা (f/2.0 অ্যাপারচার) বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য f/2.4 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন