iPhone 17 Series emerges as the key driver of Apple's iPhone revenue
Photo Credit: Apple
বর্তমানে বিশ্বজুড়ে চলছে 2.5 বিলিয়ন (250 কোটি) Apple ডিভাইস। গত ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশের সময় এমনটাই জানিয়েছে মার্কিন প্রযুক্তি সংস্থা। অ্যাপলের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) টিম কুক (Tim Cook) বলেছেন, 250 কোটি সক্রিয় ডিভাইসের এমন বিশাল সংখ্যার মধ্যে রয়েছে আইফোন, ম্যাকবুক, আইপ্যাড, এবং অ্যাপল ওয়াচের মতো পণ্য। অ্যাপলকে প্রধানত আভিজাত্যের প্রতীক হিসেবে দেখা হয়। তবে এখন তাদের পরিসর সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে। শুধু ব্যবহারকারীর নিরিখে নতুন মাইলস্টোন গড়া নয়, Apple গত ত্রৈমাসিকে রেকর্ড আয় করেছে। সংস্থার এই অভাবনীয় চাহিদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ভারত।
আমেরিকায় অর্থবর্ষ শুরু হয় অক্টোবর থেকে। অক্টোবর থেকে ডিসেম্বর সংস্থার আয়ের অঙ্ক দাঁড়িয়েছে 143.8 বিলিয়ন ডলারে। বিপুল আয়ের পিছনে মূল চালিকশক্তি হল আইফোন। লেটেস্ট ও পুরনো আইফোনের মডেল বিক্রি করে অ্যাপলের ঘরে এসেছে 85.3 বিলিয়ন ডলার। পণ্য পরিষেবা বাবদ আয় হয়েছে 30 বিলিয়ন ডলারের বেশি, যা সংস্থার ইতিহাসে সর্বকালীন রেকর্ড।
আইপ্যাড থেকে ইনকাম হয়েছে 8.60 বিলিয়ন ডলার। এছাড়া ওয়্যারেবল ডিভাইস, হোম এবং অ্যাক্সেসরিজ থেকে অ্যাপল 11.49 বিলিয়ন ডলার কামিয়েছে। শুধু ম্যাকের আয় 2025 সালের একই সময়ের তুলনায় একটু কমেছে, যা হল 8.39 বিলিয়ন ডলার। আর্থিক ফলাফল প্রকাশের সময় অ্যাপলের কাছে ভারত একটি বড় বাজার হিসেবে উঠে এসেছে।
টিম কুক জানিয়েছেন যে, ভারতে তাদের আয় ডাবল ডিজিটে বৃদ্ধি পেয়েছে। রিটেল স্টোর সম্প্রসার করার ফলে এটাই অ্যাপলের জন্য সেরা ডিসেম্বর কোয়ার্টার। ব্র্যান্ডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (CFO) কেভিন পারেখ বলেছেন, ভারতে সক্রিয় ব্যবহারকারী এবং ডিভাইসের সংখ্যা ডাবল ডিজিট হারে বাড়ছে। ফলে ভবিষ্যতে ভারত কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ গ্রোথ মার্কেট হতে চলেছে।
প্রসঙ্গত, বর্তমানে ভারতে অ্যাপলের পাঁচটি নিজস্ব রিটেল স্টোর আছে। সেগুলি উত্তরপ্রদেশ (নয়ডা), দিল্লি, কর্ণাটক (বেঙ্গালুরু), এবং মহারাষ্ট্রে (মুম্বই ও পুণে) অবস্থিত। 2025 সালে বিশ্বজুড়ে 2.35 বিলিয়ন অ্যাপল ডিভাইস সক্রিয় ছিল৷ 2024 সালে সংখ্যাটা ছিল 2.2 বিলিয়ন। অর্থাৎ, বিগত দুই বছরে সংস্থার ইকোসিস্টেমে 150,000,000টি নতুন ডিভাইস যুক্ত হয়েছে।
অ্যাপলের রেকর্ড আয়ে বড় ভূমিকা নিয়েছে iPhone 17 সিরিজ। গত বছর সেপ্টেম্বরে iPhone 17, iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max, ও iPhone Air ভারত ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। চিরাচরিত প্লাস মডেলের বদলে সম্পূর্ণ নতুন ডিজাইনের আইফোন এয়ার নিয়ে এসেছে তারা। এটি 5.6 মিমি স্লিম, যা একে সবচেয়ে পাতলা আইফোন পরিণত করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.