ডিসপ্লের ডানদিকে নচ ছাড়াও ZenFone 6 এ রয়েছে মেটার ফ্রেম। ফোনের সামনে ও পিছনে রয়েছে গ্লাস প্যানেল। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথে থাকবে LED ফ্ল্যাশ।
Photo Credit: YouTube/ HDBlog.it
ZenFone 6 এ ডিসপ্লের ডান দিক চেপে থাকবে নচ
ইন্টারনেটে Asus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের ছবি ও ভিডিও ফাঁস হয়ে গেল। নতুন Asus ZenFone 6 ফোনের ডিসপ্লের উপরে ডিসপ্লে নচ অন্যান্য ফোনের থেকে একটু আলাদা। অন্যান্য ফোনের মাঝে ডিসপ্লে নচ থাকলেও ZenFone 6 এ ডিসপ্লের ডান দিক চেপে থাকবে নচ। অবশ্যই এই নচের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা। আগে এই রিপোর্টে জানা গিয়েছিল এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করেছে Asus।
সম্প্রতি HDBlog.it ওয়েবসাইটে ZenFone 6 ফোনের ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। এই ছবিতে দেখা গিয়েছে আর দশটা ফোনের থেকে আলাদা জায়গায় রয়েছে ZenFone 6 ফোনের নচ। ফোনের ডিসপ্লে আর ফ্রেমের মধ্যেই রয়েছে ফোনের ইয়ারপিস।
![]()
ছবি সৌজন্যেt: HDBlog.it
ডিসপ্লের ডানদিকে নচ ছাড়াও ZenFone 6 এ রয়েছে মেটার ফ্রেম। ফোনের সামনে ও পিছনে রয়েছে গ্লাস প্যানেল। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথে থাকবে LED ফ্ল্যাশ। Asus ZenFone 6 এর নীচে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch Ultra 2 Launch Timeline Leaked; Could Debut Alongside Samsung Galaxy Watch 9