Photo Credit: YouTube/ HDBlog.it
ইন্টারনেটে Asus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের ছবি ও ভিডিও ফাঁস হয়ে গেল। নতুন Asus ZenFone 6 ফোনের ডিসপ্লের উপরে ডিসপ্লে নচ অন্যান্য ফোনের থেকে একটু আলাদা। অন্যান্য ফোনের মাঝে ডিসপ্লে নচ থাকলেও ZenFone 6 এ ডিসপ্লের ডান দিক চেপে থাকবে নচ। অবশ্যই এই নচের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা। আগে এই রিপোর্টে জানা গিয়েছিল এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করেছে Asus।
সম্প্রতি HDBlog.it ওয়েবসাইটে ZenFone 6 ফোনের ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। এই ছবিতে দেখা গিয়েছে আর দশটা ফোনের থেকে আলাদা জায়গায় রয়েছে ZenFone 6 ফোনের নচ। ফোনের ডিসপ্লে আর ফ্রেমের মধ্যেই রয়েছে ফোনের ইয়ারপিস।
ডিসপ্লের ডানদিকে নচ ছাড়াও ZenFone 6 এ রয়েছে মেটার ফ্রেম। ফোনের সামনে ও পিছনে রয়েছে গ্লাস প্যানেল। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথে থাকবে LED ফ্ল্যাশ। Asus ZenFone 6 এর নীচে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন