ZenFone Max Pro M1 ফোনের 3GB ও 4GB RAM ভেরিয়েন্টের রিয়ার ক্যামেরায় যোগ হল ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। ইতিমধ্যেই 6GB RAM ভেরিয়েন্টে এই ফিচার পৌঁছে গেলেও এতদিন 3GB RAM ও 4GB RAM ভেরিয়েন্টে এই ফিচার আসেনি।
FOTA আপডেটে WW_Phone-15.2016.1810.337-20181106 ভার্সানের হাত ধরে ZenFone Max Pro M1 ফোনের 3GB RAM ও 4GB RAM ভেরিয়েন্টে পৌঁছেছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। এর সাথেই এই আপডেটে যোগ হয়েছে দুটি নতুন লাইভ ওয়ালপেপার। ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে। আপডেটের সময় Wifi কানেকশান ও ফোনে 80 শতাংশ ব্যাটারি থাকা বাধ্যতামূলক।
এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Asus ZenFone Max Pro M1। AsusZenFone Max Pro M1 এর 3GB/4GB RAM ভেরিয়েন্টে 13MP+5MP ডুয়াল ক্যামেরা আর 8MP সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। কিন্তু 6GB RAM ভেরিয়েন্টে 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অক্টোবর মাসে 6GB RAM ভেরিয়েন্টে এই ফিচার পৌঁছেছিল।
Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। 3GB/4GB /6GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 পাওয়া যাবে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।
Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। AsusZenFone Max Pro M1 এর 3GB/4GB RAM ভেরিয়েন্টে 13MP+5MP ডুয়াল ক্যামেরা আর 8MP সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। কিন্তু 6GB RAM ভেরিয়েন্টে 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন