ভারতে চারটি জনপ্রিয় স্মার্টফোনের দাম কমালো Asus। এই ফোনগুলি হল ZenFone Max Pro M1, ZenFone Max Pro M2, ZenFone Max M2 আর ZenFone 5Z। এবার মাত্র 8,499 টাকা দামে পাওয়া যাবে ZenFone Max Pro M1। 3,000 টাকা সস্তা হয়ে মাত্র 9,999 টাকায় পাওয়া যাবে Asus ZenFone Max Pro M2। মাত্র 24,999 ZenFone 5Z এর দাম শুরু হচ্ছে। অন্যদিকে ZenFone Max M2 এর দাম শুরু হচ্ছে 8,499 টাকা থেকে। সম্প্রতি ভারতে Samsung Galaxy A আর Galaxy M সিরিজ লঞ্চ হয়েছে অন্যদিকে ভারতে এসেছে Redmi Note 7 আর Redmi Note 7 Pro। এর পরেই ভারতে নিজেদের একাধিক ফোনের দাম কমাতে বাধ্য হল তাইওয়ানের কোম্পানিটি।
নতুন দামে ভারতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 কিনতে খরচ হবে 8,499 টাকা। আর 4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 10,499 টাকা। ZenFone Max Pro M1 এর 6GB RAM ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 12,499 টাকা। শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন কেনা যাবে।
একই সাথে লঞ্চ হয়েছে Asus Zenfone Max Pro M2। সস্তা হয়ে ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। এই দামে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে ZenFone Max Pro M2। 4GB RAM/ 64GB স্টোরেজে Asus ZenFone Max Pro M2 কিনতে খরচ হবে 11,999 টাকা। টপ ভেরিয়েন্ট 6GB RAM/ 64GB স্টোরেজে এই ফোন কিনতে 14,999 টাকা খরচ হবে।
এছাড়াও সস্তা হয়েছে Asus ZenFone Max M2। এবার থেকে Asus ZenFone Max M2 এর দাম শুরু হচ্ছে 8,499 টাকা থেকে। এই দামে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ZenFone Max M2 পাওয়া যাবে। 4GB RAM/ 64GB স্টোরেজে Asus ZenFone Max M2 কিনতে খরচ হবে 9,999 টাকা।
সস্তা হয়েছে ভারতে কোম্পানির ফ্ল্যাগশিপ Asus Zenfone 5Z। Asus Zenfone 5Z এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের কিনতে খরচ হবে 24,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 27,999 টাকা আর টপ এন্ড 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 32,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন