15,000 টাকার কমে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন

15,000 টাকার কমে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন

Redmi Note 8 Pro -এর দাম 14,999 টাকা

হাইলাইট
  • 15,000 টাকার কমে Xiaomi, Realme-র একাধিক ফোন রয়েছে
  • দৌড়ে রয়েছে Samsung, Oppo, Vivo
  • এই দামে অন্যতম সেরা স্মার্টফোন Realme 3 Pro
বিজ্ঞাপন

এই মুহুর্তে ভারতের বাজারে 15,000 টাকার কম দামে একাধিক দুর্দান্ত স্মার্টফোন রয়েছে। Xiaomi, Realme, Oppo, Vivo-র মতো চিনা কোম্পানি ছাড়াও এই দামে Samsung-এর ফোনও বেশ জনপ্রিয়। Realme 3 Pro, Redmi Note 8 Pro, Samsung Galaxy M30s, Vivo Z1 Pro এই দামে ভারতের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন। 2020 সালের ফেব্রুয়ারিতে 15,000 টাকার কম দামে সেরা ফোনগুলি দেখে নিন। 

7,000 টাকার কমে সেরা পাঁচটি স্মার্টফোন দেখে নিন এখানে

15,000 টাকার কম দামের সেরা স্মার্টফোন

 স্মার্টফোন Gadgets 360 রেটিং (10-এর মধ্যে) দাম
Realme 3 Pro 9 12,999 টাকা
Redmi Note 8 Pro 8 14,999 টাকা
Xiaomi Mi A3 8 11,999 টাকা
Realme 5 Pro 8 12,999 টাকা
Vivo Z1 Pro 8 12,990 টাকা
Samsung Galaxy M30s 8 12,999 টাকা
Oppo K1 8 13,990 টাকা
Vivo U20 8 10,990 টাকা

Realme 3 Pro

ডুয়াল সিম Realme 3 Pro তে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। Realme 3 Pro তে থাকছে একটি 6.3  ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 
Realme 3 Pro ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Realme 3 Pro তে থাকছে একটি ব25 মেগাপিক্সেল ক্যামেরা। Realme 3 Pro ক্যামেরায় 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে সুপার স্লো মোশান ভিডিও তোলা যাবে। 64 মেগাপিক্সেল ছবি তোলার জন্য থাকছে Ulltra HD মোড আর কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড। 
Realme 3 Pro ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কানেক্টিভিটির জন্য Realme 3 Pro তে রয়েছে Bluetooth 5.0, 4G LTE, Wi-Fi 802.11ac (2.4GHz+5GHz) আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,045 mAh ব্যাটারি। জলদি চার্জ করার জন্য থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। Realme 3 Pro এর ওজন 172 গ্রাম। 

Redmi Note 8 Pro

Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।

Xiaomi Mi A3

Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Mi A3 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Mi A3 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।

Realme 5 Pro

Realme 5 Pro ফোনে থাকছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712  চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ডিসপ্লের উপরে থাকছে Gorrilla Glass এর সুরক্ষা।

ছবি তোলার জন্য Realme 5 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Realme 5 Pro ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0,  GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি 4,035mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জিং। এই ফোনের ওজন 184 গ্রাম।

Vivo Z1 Pro

ডুয়াল সিম Vivo Z1 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch OS 9  স্কিন। এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট, Adreno 616 GPU, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Z1 Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Z1 Pro ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB 2.0 সঙ্গে  OTG, আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। আর থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo Z1 Pro এর ওজন 201 গ্রাম। 

Samsung Galaxy M30s

Galaxy M30s ফোনে একটি 6.4 ইঞ্চি Super AMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে থাকবে। এই ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9611 চিপসেট। সাথে থাকবে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Galaxy M30s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 24 মেগাপিক্সেল সেন্সর।

ফোনের ভিতরে একটি 6,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung। সাথে থাকছে USB Type-C পোর্ট আর 15W ফাস্ট চার্জ সাপোর্ট। লঞ্চের সময় এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

Oppo K1

ডুয়াল সিম Oppo K1 ফোনে Android 8.1 Oreo  অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo K1 এ থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+  ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 660 চিপসেট 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo K1 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথেক থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকছে একটি  25 মেগাপিক্সেলের ক্যামেরা।

 কানেক্টিভিটির জন্য এই ফোনে  4G VoLTE, Wi-Fi i 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS/ A-GPS আর GLONASS ব্যবহার করেছে Oppo। থাকছে একটি 3,600mAh ব্যাটারি।

Vivo U20

Vivo U20 ফোনে থাকছে একটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo U20 এর ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর UFS 2.1  স্টোরেজ।

Vivo U20 ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Vivo U20 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS আর Galileo। Vivo U20 এর ওজন 193 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. খুব শীঘ্রই লঞ্চ হতে পারে অতি প্রত্যাশিত OnePlus 13R
  2. Oppo তৈরি করতে চলেছে, 7000mAh-এর ব্যাটারী যুক্ত নতুন স্মার্টফোন
  3. পূর্ববর্তী মডেলের তুলনায় বেশি দামে লঞ্চ হতে পারে iQOO 13
  4. আকর্ষণীয় ছাড় এবং ব্যাংক অফারের সাথে পাওয়া যাচ্ছে নতুন-Realme GT 7 Pro
  5. অতি প্রত্যাশিত Realme Narzo 70 Curve হ্যান্ডসেটটি লঞ্চ করার প্রস্তুতি চলছে
  6. সাশ্রয়ী মূল্যে ভারতের বাজারে এসে গিয়েছে Lava Yuva 4
  7. সামনের ডিসেম্বর মাসেই লঞ্চ হতে চলেছে,Realme-কোম্পানির Realme Neo 7
  8. টেকনো কোম্পানি খুব শীঘ্রই লঞ্চ করতে পারে-Tecno Camon 40 সিরিজ
  9. এক অজ্ঞাত নতুন অসাধারণ কার্যপ্রদানকারী চিপসেটের সাথে লঞ্চ হয়ে পারে শাওমি কোম্পানির নতুন এক হ্যান্ডসেট
  10. একদম নতুন Snapdragon 8 Elite চিপসেটে সাথে উন্মোচিত হয়েছে Realme GT 7 Pro-হ্যান্ডসেটটি
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »