7,000 টাকার কমে সেরা পাঁচটি স্মার্টফোন

7,000 টাকার কমে সেরা পাঁচটি স্মার্টফোন

Nokia 5.1 Plus সহ 7,000 টাকার কম দামে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন

হাইলাইট
  • Redmi 8A ফোনে 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে
  • 4GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে Infinix Note 5
  • Nokia 5.1 Plus-এ রয়েছে একটি 3060 mAh ব্যাটারি
বিজ্ঞাপন

পকেটের খেয়াল রেখে স্মার্টফোন কেনার কথা ভাবছেন? একটু দেখে-শুনে কেনাকাটা করলে তুলনামূলক কম বাজেটেও মিলবে দুর্দান্ত স্পেসিফিকেশন। এই মুহূর্তে 7,000 টাকার নীচে বাজারে রয়েছে একাধিক স্মার্টফোন। এই বাজেট সেরা পাঁচটি স্মার্টফোনগুলি দেখে নিন।

7,000 টাকার কম দামে সেরা পাঁচটি স্মার্টফোন

7,000 টাকার কম দামে ফোন Gadgets 360 রেটিং(10-এর মধ্যে) দাম
Redmi 8A 7 6,999 টাকা
Realme C2 7 6,999 টাকা
Infinix Note 5 7 6,999 টাকা
Redmi 7 8 6,999 টাকা
Nokia 5.1 Plus 8 6,999 টাকা

জানুয়ারিতে সস্তা হয়েছে এই স্মার্টফোনগুলি

Redmi 8A

ডুয়াল সিম Redmi 8A ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB স্টোরেজ। Redmi 8A ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না।

Redmi

 Redmi 8A ফোনে 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে

Redmi 8A ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি। Redmi 8A ফোনের বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।

ছবি তোলার জন্য Redmi 8A ফোনে একটি 12 মেগাপিক্সেল Sony IMX363 সেন্সর থাকছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে।

Realme C2

ডুয়াল সিম Realme C2 তে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme C2 তে থাকছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P22 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।

Realme

 Realme C2 ফোনের পিছনে ডায়মন্ড কাট ফিনিশ থাকছে

Realme C2 ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ফোনের ফেস আনলক কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Realme C2 তে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

Infinix Note 5

ডুয়াল সিম Infinix Note 5 এ থাকছে একটি 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P23 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

infinixnote5

4GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে Infinix Note 5

Infinix Note 5 এর পিছনে রয়েছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। এই দুই ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট রয়েছে। 

কানেক্টিভিটির জন্য Infinix Note 5 এ থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি।

Redmi 7

ডুয়াল সিম Redmi 7 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন চলবে। Redmi 7 এ থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 632 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

IMG

Redmi 7-এ রয়েছে একটি Snapdragon 632 চিপসেট 

ছবি তোলার জন্য Redmi 7 ফোনে থাকছে 12 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল সেন্সর। এই ফোনের দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।

কানেক্টিভিটির জন্য Redmi 7 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

Nokia 5.1 Plus

Nokia 5.1 Plus এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia 5.1 Plus এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ।

Nokia

Nokia 5.1 Plus-এ রয়েছে একটি 3060 mAh ব্যাটারি 

Nokia 5.1 Plus এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সর। এই ক্যামেরার প্রাইমারি সেন্সরটি 13MP। এর সাথেই থাকবে একটি 5MP সেকেন্ডারি সেন্সর। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 5.1 Plus এ থাকবে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, Bluetooth 4.2, GPS, A-GPS, Wi-Fi 802.11 a/b/g/n/ac, FM রেডিও আর ডুয়াল 4G ডুয়াল VoLTE। Nokia 5.1 Plus এ একটি 3060 mAh ব্যাটারি থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Xiaomi, Nokia, Infinix
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে, Realme GT 7 হ্যান্ডসেটটিকে, এটি কি লঞ্চের ঈঙ্গিত দিচ্ছে!
  2. প্রিমিয়াম স্মার্টফোনগুলির জন্য কোয়ালকম খুব শীঘ্রই দুটি ফ্লাগশিপ চিপসেট নিয়ে আসতে পারে
  3. খুব শীঘ্রই WhatsApp চ্যাটে দেখা যেতে পারে একটি নতুন ফিচার: মোশন ফটো
  4. মালয়েশিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলো Honor Pad X9a ট্যাবলেট
  5. নতুন Infinix AI-ফিচারের সাথে উন্মোচন হয়ে গেলো ইনফিনিক্সের তিনটি নতুন স্মার্টফোন
  6. MediaTek Dimensity 6300 SoC-দ্বারা চালিত হয়ে উন্মোচিত হয়েছে Vivo V50 Lite 5G, এক নতুন হ্যান্ডসেট
  7. MediaTek Dimensity 7300 Energy SoC-দ্বারা চালিত Oppo F29 Pro 5G
  8. MediaTek Dimensity 8350 Ultra SoC দ্বারা চালিত Realme P3 Ultra 5G
  9. ভারতের বাজারে Lenovo লঞ্চ করেছে একটি নতুন ট্যাবলেট Lenovo Idea Tab Pro
  10. ভারতে ব্যাঙ্গালুরু ভিত্তিক কোম্পানি লঞ্চ করেছে নতুন একটি ইলেকট্রিক স্কুটার Simple OneS
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »