কয়েক বছর আগেও 7,000 টাকার নীচে স্মার্টফোন কেনা প্রায় অসম্ভব ছিল। এই মুহুর্তে 7,000 টাকার নীচে বাজারে রয়েছে একাধিক স্মার্টফোন। এই দামে ভারতে সবথেকে বেশি স্মার্টফোন বিক্রি হয়। বাজেট সেগমেন্টে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন।
7,000 টাকার কম দামের ফোন | Gadgets 360 রেটিং (10 এর মধ্যে) | দাম |
---|---|---|
Realme C2 | 7 | 6,999 টাকা |
Redmi 7A | 7 | 6,199 টাকা |
Infinix Note 5 | 7 | 6,999 টাকা |
Lenovo K9 | 7 | 6,999 টাকা |
Realme C2
ডুয়াল সিম Realme C2 তে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme C2 তে থাকছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P22 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।
Realme C2 ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। এছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ফোনের ফেস আনলক কাজ করবে।
Realme C2
কানেক্টিভিটির জন্য Realme C2 তে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।
Infinix Note 5
Infinix Note 5 ফোনে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio P23 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
Infinix Note 5 এর পিছনে রয়েছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হয়েছে। কম আলোতে ভালো ছবি তোলার জন্য এই ফোনে বিশেষ প্রযুক্তি ব্যবহার হয়েছে।
Infinix Note 5
Infinix Note 5 এর ভিতরে রয়েছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। Infinix Note 5 এর ওজন 175 গ্রাম।
Redmi 7A
ডুয়াল সিম Redmi 7A ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে এন্ট্রি লেভেল Snapdragon 439 চিপসেট, 2GB RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi 7A ফোনে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যে Redmi 7A ফোনের ফেস আনলক কাজ করবে।
Redmi 7A
Redmi 7A ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 10w চার্জার। কানেক্টিভিটির জন্য Redmi 7A তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Micro-USB পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
Lenovo K9
Lenovo K9 ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। K9 এ থাকবে একটি 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek MT6762 অক্টাকোর প্রসেসার, 3GB RAM আর 32GB স্টোরেজ আর 3000 mAh ব্যাটারি।
Lenovo K9
ছবি তোলার জন্য Lenovo K9 এ রয়েছে একটি 13MP+5MP ডুয়াল ক্যামেরা সিস্টেম। এছাড়াও সেলফি তোলার জন্য থাকছে 13MP+5MP ডুয়াল ক্যামেরা সেট আপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন