অবশেষে লঞ্চ হল Black Shark 2 Pro। মঙ্গলবার চিনে এই গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। Black Shark 2 Pro ফোনে রয়েছে Snapdragon 855 Plus চিপসেট, 12GB RAM আর UFS 3.0 স্টোরেজ। নতুন ফোনের ডিজাইনেও আপগ্রেড হয়েছে। যা গেম খেলার সময় এই ফোন আরও শক্ত করে ধরতে সাহায্য করবে। এছাড়াও Black Shark লোগোতে থাকছে RGB লাইটিং। থাকছে ডিসি ডিমিং আর লিকুইড কুলিং প্রযুক্তি।
128GB আর 256GB স্টোরেজে লঞ্চ হয়েছে Black Shark 2 Pro। দুটি ভেরিয়েন্টেই থাকবে 12GB RAM। চিনে এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম 2,999 ইউয়ান (প্রায় 30,000 টাকা)। অন্যদিকে 256GB স্টোরেজে Black Shark 2 Pro কিনতে 3,499 ইউয়ান (প্রায় 35,000 টাকা) খরচ হবে। 2 অগাস্ট চিনে Black Shark 2 Pro রিসার্ভেশন শুরু হবে।
কয়েক মাস আগেই লঞ্চ হয়েছিল Xiaomi Black Shark 2। সেই ফোনের আপগ্রেড হিসাবে লঞ্চ হয়েছে Black Shark 2 Pro। এই ফোনে রয়েছে ডিসি ডিমিং ২.০ প্রযুক্তি। ডুয়াল সিম Black Shark 2 Pro তে 6.39 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 240 হার্তজ।ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 855 Plus চিপসেট, Andreno 640 GPU, 12GB RAM আর 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Black Shark 2 Pro ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 2X জুম 12 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।
Black Shark 2 Pro এর ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 27W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। Black Shark 2 Pro এর ওজন 250 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন