মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল Xiaomi -র গেমিং ফোন Black Shark 2। মঙ্গলবার ভারতে বিক্রি শুরু হল এই ফোন। Xiaomi Black Shark 2 গেমিং ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর Liquid Cool 3.0 প্রযুক্তি। 4 জুন ভারতে বিক্রি শুরু হবে এই ডিভাইস। Xiaomi Black Shark 2 ফোনে রয়েছে একটি 240 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে।
Xiaomi Black Shark 2 এর দাম শুরু হচ্ছে 39,999 টাকা থেকে। 6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই টাকা খরচ হবে। 12GB RAM+256GB স্টোরেজে এই ফোন কিনতে 49,999 টাকা খরচ হবে। মঙ্গলবার শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Black Shark 2।
Xiaomi Black Shark 2 ফোনে রয়েছে 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, Adreno 640 GPU, 12GB RAM আর 256GB স্টোরেজ।
Xiaomi Black Shark 2 ফোনের পিছনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। । সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Xiaomi Black Shark 2 ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। ফোনের ভিততে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। Black Shark 2 ফোনে রয়েছে বিশেষ লিকুইড কুল প্রযুক্তি। এর ফলে দীর্ঘক্ষণ গেম খেললেও ফোন গরম হয়ে যাবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন