মানুষের ডেটিং এর জন্য তৈরি জনপ্রিয় Tinder ডেটিং অ্যাপ এর মতোই কাজ করবে গরুর ডেটিং অ্যাপ Tudder। নতুন Tudder অ্যাপ এর ভিতরে গরুর ছবি, বয়স, স্থান ও মালিকের নাম জানানো যাবে। Tinder এর মতই সোয়াইপ করে কাজ করবে Tudder।
প্রজননের জন্য চাই সঙ্গী, এবার গোমাতার সঙ্গী খোঁজার কাজ সহজ করতে সামনে এল নতুন ডেটিং অ্যাপ।
মানুষের ডেটিং এর জন্য তৈরি জনপ্রিয় Tinder ডেটিং অ্যাপ এর মতোই কাজ করবে গরুর ডেটিং অ্যাপ Tudder। নতুন Tudder অ্যাপ এর ভিতরে গরুর ছবি, বয়স, স্থান ও মালিকের নাম জানানো যাবে। এরপরে প্রজননের জন্য সঙ্গী বাছতে অন্য গরুর মালিকরা আশেপাশের সব গরুর বিস্তারে বর্ণনা দেখতে পাবেন। তবে ভারত নয়, আপাতত ইংল্যান্ডে লঞ্চ হয়েছে গরুর ডেটিং অ্যাপ Tudder।
Tinder এর মতই সোয়াইপ করে কাজ করবে Tudder। ইংল্যান্ডের গরুর মালিকদের গরু প্রজননে সাহায্য করবে এই অ্যাপ। অ্যাপেল অ্যাপ স্টোরে বিবরণে এই কথা জানানো হয়েছে।
Tinder এর মতোই Tudder অ্যাপে ডান দিকে সোয়াইপ করে নিজের পছন্দের কথা জানানো যাবে। প্রোফাইলে গরুর বয়স, স্বভাব, উচ্চতা, ও প্রজনন ক্ষমতার কথা জানানো যাবে।
“গরুর প্রজননের জন্য বাজারে যাওয়া বিরক্তিকর। বাজারে গিয়ে একটি ষাঁড়ের সাথে গরুর প্রজনন করালে অন্তত দুই সপ্তাহ সময় লাগে।” জানিয়েছেন ইংল্যান্ডের এক চাষী মার্কাস ল্যাম্পার্ড। 76 বছরের ল্যাম্পার্ড নিজের মেয়েকে সব গরু অনলাইন ডেটিং অ্যাপে রেজিস্টার করে দিতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ”আমরা ভাবি টেকনোলজি সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে। কিন্তু নাতি-নাতনিরা আমাদের প্রযুক্তিগত বিদ্যা সম্পর্কে হতাশ।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6