দেখে নিন অসাধারণ প্রযুক্তি যুক্ত সর্ম্পূণ নতুন ডিজাইনের স্মার্টফোন Tecno Spark Go 1

টেকনো কোম্পানীর পক্ষ থেকে নতুন উম্মোচন - Tecno Spark Go 1

দেখে নিন অসাধারণ প্রযুক্তি যুক্ত সর্ম্পূণ নতুন ডিজাইনের স্মার্টফোন Tecno Spark Go 1

Photo Credit: Techno

হাইলাইট
  • Tecno Spark Go 1 Android 14 এর GO সংস্করণের মাধ্যমে চালিত
  • ফোনটির একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সমৃদ্ধ
  • হ্যান্ডসেটটি Unisoc T615 চিপসেটে প্রসেসর দ্বারা চালিত
বিজ্ঞাপন

টেকনো কোম্পানী লঞ্চ করলো তাদের স্পার্ক সিরিজের একটি নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক গো 1। ট্রান্সশন হোল্ডিং-এর অধিনস্ত এই নতুন স্মার্টফোনটি দুটি রঙের বিকল্প সহ চারটি RAM এবং চারটি স্টোরেজের বিকল্পে উপলব্ধ হতে চলেছে। 

Tecno Spark Go 1 ফোনটি Unisoc T615 SoC প্রসেসর দ্বারা চালিত।ফোনটি সর্বোচ্চ 8 জিবি RAM সমৃদ্ধ। ফোনটিতে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে আছে, যেটিতে 120Hz রিফ্রেস রেট বর্তমান। 

এছাড়াও ধূলো এবং জল থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP54 রেটিং নির্মিত করা হয়েছে।ফোনটি 15W চার্জিং ব্যাবস্থার সমর্থন সহ 5000 mAh ব্যাটারী দ্বারা গঠিত। 

Tecno Spark Go 1 এর লভ্যতা:  

এখনো পর্যন্ত টেকনো কোম্পানীর স্পার্ক গো 1 ফোনটির কোনরকম দাম বা উপলব্ধি সম্পর্কে কোম্পানী কিছু জানায়নি। তবে টেকনো কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির রং,বিভিন্ন RAM এবং স্টোরেজগুলির আপেক্ষিক অবস্থান সম্পর্কে জানানো হয়েছে।ফোনটি চার ধরনের RAM এবং স্টোরেজর বিকল্পে আছে, যেগুলি হল 6জিবি+ 64জিবি,8 জিবি+64জিবি,6জিবি+128জিবিএবং 8জিবি+128জিবি। 

ফোনটি গ্লিটারি হোয়াইট এবং স্টারট্রেল কালো রঙের বিকল্পে উপলব্ধ। 

Tecno Spark Go 1 ফোনটির বৈশিষ্ট্য, স্পেসিফিকেশন: 

স্মার্টফোনটি Android 14 এর GO সফটওয়্যার দ্বারা চালিত। ফোনটি Unisoc T615 চিপসেট প্রসেসর দ্বারা নির্মিত। ফোনটিতে একটি 6.67 ইঞ্চিHD+(720+1600পিক্সেল) 

ডিসপ্লে আছে।যেটির রিফ্রেস রেট 120Hz। ডিসপ্লেটির উপরের অংশে সেলফি সুটের জন্য পাঞ্চ গর্ত করা আছে। এছাড়াও ডায়নামিক পোর্ট বৈশিষ্ট্যর মাধ্যমে ফোনটির সামনের ক্যামেরার পাশে যেকোনো বিজ্ঞপ্তি প্রদর্শিত হয়।  

ফোনটি সর্বোচ্চ 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ সহ নির্মিত। এছাড়াও এটিতে মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত 8 জিবি RAM এবং 16 জিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে। 

টেকনো কোম্পানীর ফোনটি দ্বিমাত্রিক ক্যামেরা দ্বারা সজ্জিত আছে। এর মধ্যে একটি ডুয়াল ফ্ল্যাশ সমৃদ্ধ 13 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ফোনটির সামনের অংশে সেলফি এবং ভিডিও বার্তা লাভের জন্য ডুয়াল ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে। এটিতে DTS আওয়াজ সমৃদ্ধ একটি ডুয়াল স্পিকার রয়েছে ফোনটি সুরক্ষিত রাখার জন্য IP54-রেটিং যুক্ত করা হয়েছে। এছাড়াও এটিতে IR নিয়ন্ত্রনের বৈশিষ্ট্য  আছে। হ্যান্ডসেটটির পাশের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। 

এছাড়াও ফোনটিতে 15W এর দ্রুত চার্জিং ব্যাবস্থা আছে।হ্যান্ডসেটটি একটি 5,000mAh ব্যাটারি দ্বারা চালিত।কোম্পানীর মতে ব্যাটারিটি একবার চার্জের বিনিময়ে 60 দিনের স্ট্যান্ডবাই টাইম এবং ফোন করার জন্য 31 ঘন্টা পর্যন্ত পরিষেবা দিতে পারে। এছাড়াও কোম্পানী বলেছে কোনো বাধা ছাড়া ফোনটি 4 বছর নির্বিঘ্নে চলতে সক্ষম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 65 শতাংশ ছাড়! Amazon Prime Day 2025 সেলে সস্তায় মিলবে ফোন, ট্যাব, ল্যাপটপ, টিভি সহ প্রচুর জিনিস
  2. Oppo Reno 14 ও Reno 14 Pro অনবদ্য ক্যামেরা ও AI ফিচার্সের সাথে দেশে লঞ্চ হল, দামে বড় চমক
  3. Instagram অ্যাপেই Spotify-এর গান শুনতে পারবেন, দারুণ ফিচার আনল Meta
  4. আগস্টে লঞ্চের আগেই ফাঁস Realme 15T স্মার্টফোনের প্রচুর তথ্য, থাকবে 12GB RAM
  5. মাত্র 9,499 টাকায় কিনুন Vivo-র নতুন 5G ফোন, এমন সস্তায় এত ফিচার্স পাবেন না
  6. Vivo X200 FE ভারতে 14 জুলাই লঞ্চ হচ্ছে, থাকবে 6,500mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা
  7. হেডফোনের জগতে ঝড় তুলে হাজির Nothing Headphone 1, দাম, ফিচার্স জেনে নিন
  8. রেলের নতুন অ্যাপ RailOne চালু হল, টিকিট বুকিং থেকে ট্রেনে খাবার অর্ডার, পাবেন সমস্ত পরিষেবা
  9. Oppo Pad SE অবাক করা প্রযুক্তির সাথে 3 জুলাই ভারতে আসছে, একবার চার্জ দিলে 2 বছর ব্যাটারি টিকবে!
  10. Glyph Matrix-এর সাথে লঞ্চ হল Nothing Phone 3, এমন স্টাইলের ফোন বিশ্বে প্রথম!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »