Photo Credit: Techno
টেকনো কোম্পানী লঞ্চ করলো তাদের স্পার্ক সিরিজের একটি নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক গো 1। ট্রান্সশন হোল্ডিং-এর অধিনস্ত এই নতুন স্মার্টফোনটি দুটি রঙের বিকল্প সহ চারটি RAM এবং চারটি স্টোরেজের বিকল্পে উপলব্ধ হতে চলেছে।
Tecno Spark Go 1 ফোনটি Unisoc T615 SoC প্রসেসর দ্বারা চালিত।ফোনটি সর্বোচ্চ 8 জিবি RAM সমৃদ্ধ। ফোনটিতে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে আছে, যেটিতে 120Hz রিফ্রেস রেট বর্তমান।
এছাড়াও ধূলো এবং জল থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP54 রেটিং নির্মিত করা হয়েছে।ফোনটি 15W চার্জিং ব্যাবস্থার সমর্থন সহ 5000 mAh ব্যাটারী দ্বারা গঠিত।
এখনো পর্যন্ত টেকনো কোম্পানীর স্পার্ক গো 1 ফোনটির কোনরকম দাম বা উপলব্ধি সম্পর্কে কোম্পানী কিছু জানায়নি। তবে টেকনো কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির রং,বিভিন্ন RAM এবং স্টোরেজগুলির আপেক্ষিক অবস্থান সম্পর্কে জানানো হয়েছে।ফোনটি চার ধরনের RAM এবং স্টোরেজর বিকল্পে আছে, যেগুলি হল 6জিবি+ 64জিবি,8 জিবি+64জিবি,6জিবি+128জিবিএবং 8জিবি+128জিবি।
ফোনটি গ্লিটারি হোয়াইট এবং স্টারট্রেল কালো রঙের বিকল্পে উপলব্ধ।
স্মার্টফোনটি Android 14 এর GO সফটওয়্যার দ্বারা চালিত। ফোনটি Unisoc T615 চিপসেট প্রসেসর দ্বারা নির্মিত। ফোনটিতে একটি 6.67 ইঞ্চিHD+(720+1600পিক্সেল)
ডিসপ্লে আছে।যেটির রিফ্রেস রেট 120Hz। ডিসপ্লেটির উপরের অংশে সেলফি সুটের জন্য পাঞ্চ গর্ত করা আছে। এছাড়াও ডায়নামিক পোর্ট বৈশিষ্ট্যর মাধ্যমে ফোনটির সামনের ক্যামেরার পাশে যেকোনো বিজ্ঞপ্তি প্রদর্শিত হয়।
ফোনটি সর্বোচ্চ 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ সহ নির্মিত। এছাড়াও এটিতে মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত 8 জিবি RAM এবং 16 জিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে।
টেকনো কোম্পানীর ফোনটি দ্বিমাত্রিক ক্যামেরা দ্বারা সজ্জিত আছে। এর মধ্যে একটি ডুয়াল ফ্ল্যাশ সমৃদ্ধ 13 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ফোনটির সামনের অংশে সেলফি এবং ভিডিও বার্তা লাভের জন্য ডুয়াল ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে। এটিতে DTS আওয়াজ সমৃদ্ধ একটি ডুয়াল স্পিকার রয়েছে ফোনটি সুরক্ষিত রাখার জন্য IP54-রেটিং যুক্ত করা হয়েছে। এছাড়াও এটিতে IR নিয়ন্ত্রনের বৈশিষ্ট্য আছে। হ্যান্ডসেটটির পাশের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
এছাড়াও ফোনটিতে 15W এর দ্রুত চার্জিং ব্যাবস্থা আছে।হ্যান্ডসেটটি একটি 5,000mAh ব্যাটারি দ্বারা চালিত।কোম্পানীর মতে ব্যাটারিটি একবার চার্জের বিনিময়ে 60 দিনের স্ট্যান্ডবাই টাইম এবং ফোন করার জন্য 31 ঘন্টা পর্যন্ত পরিষেবা দিতে পারে। এছাড়াও কোম্পানী বলেছে কোনো বাধা ছাড়া ফোনটি 4 বছর নির্বিঘ্নে চলতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন