Galaxy A51 ও Galaxy A71 ক্যামেরা কীভাবে আপনাকে প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে উঠতে সাহায্য করবে? দেখে নিন।
মূল্যবান মুহূর্তে চিরতরে বন্দি করে রাখে ছবি ও ভিডিও। চারপাশের মুহূর্তকে বন্দি করে কাছের মানুষের সঙ্গে ভাগ করে নিতে সাহায্য করে আমাদের স্মার্টফোন। স্মার্টফোন ক্যামেরায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই কাজ আরও সহজ করে দিয়েছে Galaxy A সিরিজের ফোনগুলি।
সম্প্রতি Galaxy A71 ও Galaxy A51 ক্যামেরায় একাধিক ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এসেছে Samsung। দুর্দান্ত ক্যামেরায় সঙ্গেই Galaxy A সিরিজের এই ফোনগুলিতে রয়েছে শক্তিশালী স্পেসিফিকেশন ও একগুচ্ছ ফিচার। অতিরিক্ত ঘাম না ঝরিয়েই এই ফোনগুলির ক্যামেরা ব্যবহার করে চোখ ধাঁধানো ছবি ও ভিডিও রেকর্ড করা যাবে।
Samsung Galaxy A51 ও Galaxy A71-এর কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার দেখে নিন:
স্মার্টফোন ক্যামেরায় প্রত্যেকবার ছবি তোলার আগে সঠিক মোড নির্বাচন করতে হয়। আর এর মাঝেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। Single Take ফিচার ব্যবহার করে জীবনের যে কোন মুহূর্তে কোন ঝামেলা ছাড়াই ফ্রেম বন্দি করা যাবে। এতদিন শুধুমাত্র Samsung -এর ফ্ল্যাগশিপ Galaxy S20 সিরিজে এই ফিচার দেখা যেত। সাম্প্রতিকতম আপডেটে Galaxy A51 ও Galaxy A71 স্মার্টফোনে পৌঁছেছে Single Take ফিচার। ![]()
শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ব্যবহার করে Single Take -এর মাধ্যমে আপনি সেরা ছবি ও ভিডিও ক্যাপচার করতে পারবেন। এই মোডে সঠিক লাইটিং কন্ডিশনের সঙ্গেই সর্বোচ্চ 7টি ছবি ও 3টি ভিডিও রেকর্ড হতে থাকবে। সঙ্গে থাকছে বেস্ট মোমেন্টস, ফিল্টার, স্মার্ট ক্রপ, অরিজিনাল ভিডিও, হাইপার ল্যাপস ও বুমেরাং।
কম আলোতে চোখ ধাঁধানো ভিডিও তুলতে Samsung Galaxy A সিরিজের ফোনগুলিতে রয়েছে Night hyperlapse। সোশ্যাল মিডিয়া পোস্টে শিল্পের ছোঁয়া দিয়ে সবার মন জয় করতে চাইলে এই মোড কাজে আসবে। Galaxy A71 ও Galaxy A51 ক্যামেরার দুর্দান্ত Night hyperlapse মোড ব্যবহার করে রাতে আলোতে অসাধারণ ভিডিও রেকর্ড করা যাবে।
![]()
কম আলোতে ছবি তোলার আধুনিক প্রযুক্তির সঙ্গেই সৃজনশীল সফটওয়্যারের মেলবন্ধনে কম আলোতে দুর্দান্ত লং এক্সপোজারের মতো ভিডিও রেকর্ড করা যাবে। যা এক কথায় অসাধারণ দেখাবে। এবার আপনিও Galaxy A71 ও Galaxy A51 ক্যামেরা ব্যবহার করে প্রফেশনাল ফটোগ্রাফারদের মতো ছবি ও ভিডিও রেকর্ড করতে পারবেন।
স্মার্টফোন ক্যামেরায় ছবি তোলার সময় বিভিন্ন ফিল্টার ব্যবহার করা যায়। কিন্তু বেশিরভাগ ফোনেই এই ফিল্টারগুলি কাস্টোমাইজ করা যায় না। যদিও Galaxy A71 ও Galaxy A51 ক্যামেরায় নিজের মতো ফিল্টার তৈরি করে সহজেই ছবিতে নিজস্বতার ছোঁয়া দিতে পারবেন।
![]()
পছন্দের ছবিতে Custom Filter ব্যবহার করা যাবে। যে কোন ছবি পছন্দ করে নতুন ফিল্টার ব্যবহার করে ছবি লুক সম্পূর্ণ বদলে দিতে পারবেন। যা দেখে সেই ছবিকে আর চেনা যাবে না। দেখে মনে হবে একটি সম্পূর্ণ নতুন ছবি। এছাড়াও যত খুশি Custom Filter সেভ করে রাখা যাবে। পরে ক্যামেরা অ্যাপে ফিল্টারগুলি ব্যবহার করা যাবে।
আজকাল সব আধুনিক স্মার্টফোনেই সেলফি তোলা সম্ভব। কিন্তু বন্ধুদের সঙ্গে সেলফি তোলার সময় চ্যালেঞ্জের সম্মুখীন হয় বেশিরভাগ স্মার্টফোন। Galaxy A71 ও Galaxy A51 এর Smart Selfie Angle এর মাধ্যমে বন্ধুদের সঙ্গে ছবি তোলার সময় স্মার্টফোনের সেলফি ক্যামেরা নিজে থেকেই ওয়াইড অ্যাঙ্গেল মোডে চলে যাবে। সেলফিতে দুই জনের বেশি মানুষ থাকলেই এই ফিচার নিজে থেকে কাজ করবে।
![]()
ফলে বন্ধুদের উপরে ফোকাস রেখেই খুব সহজেই অসাধারণ সেলফি তোলা যাবে। যা আপনি যে কোন সোশ্যাল প্ল্যাটফর্মে নির্দ্বিধায় শেয়ার করতে পারবেন। যদিও চাইলে ম্যানুয়ালি Smart Selfie Angle মোডে ক্যামেরা মোড বদল করা যাবে।
স্মার্টফোনের ক্যামেরা মোড খুঁজতে গিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত মিস করার দিন শেষ। Galaxy A71 ও Galaxy A51 ক্যামেরায় যে কোন মোড থেকে শাটার বাটন প্রেস করে হোল্ড করলে ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে। ভিডিও রেকর্ড করার জন্য এবার থেকে আর আলাদা করে ভিডিও মোডে যাওয়ার প্রয়োজন হবে না। ![]()
Quick Video মোডে সেই মূল্যবান কয়েক সেকেন্ডের মুহূর্তগুলিকে ক্যাপচার করুন যা আপনি ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য লালন করবেন। রাস্তাঘাটে দ্রুত ভিডিও রেকর্ড করতে সাহায্য করবে Galaxy A সিরিজের Quick Video মোড।
এবার ভিডিও রেকর্ড বন্ধ না করেই Samsung Galaxy A51-এ সামনে ও পিছনের ক্যামেরা সুইচ করা যাবে। এই জন্য আপনাকে রেকর্ডিং বন্ধ করতে হবে না। ফলে ভ্লগিং-এর সময় অনেকটা সময় বাঁচবে। এছাড়াও লাইভ ব্রডকাস্টিং-এর সময় Switch Camera ফিচার ব্যবহার করা যাবে। ফলে সহজেই ক্যামেরার সামনে ও পিছন দুই দিকের দুনিয়ায় কোন ঝামেলা ছাড়া শেয়ার করতে পারবেন।
![]()
ঝাপসা ছবি তুলেছেন? Galaxy A71 ও Galaxy A51 আপনাকে ঝাপসা ছবি ঝকঝকে করে তুলতে সাহায্য করবে। AI Gallery Zoom -এর মাধ্যমে Galaxy A সিরিজ স্মার্টফোনের গ্যালারির যে কোন ঝাপসা ছবি ঝকঝকে করে তোলা যাবে।
পুরনো স্মার্টফোনে তোলা ঝাপসা ছবি ঝকঝকে করে আবার তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া ঘোলাটে ছবি AI Gallery Zoom ব্যবহার করে সহজেই ঠিক করে নেওয়া যাবে।
এই সব শক্তিশালী ফিচারের মাধ্যমে Galaxy A71 ও Galaxy A51 ক্যামেরা আপনাকে প্রফেশনাল ফটোগ্রাফারে পরিণত করবে। একটি সাধারণ সফটওয়্যার আপডেটের মাধ্যমে আধুনিক এই সব ফিচার পৌঁছেছে Samsung Galaxy A সিরিজের স্মার্টফোনে।
Samsung Galaxy A51 - এ থাকছে 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট আপ। অন্যদিকে Samsung Galaxy A71 – থাকছে 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট আপ। দুর্দান্ত প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গেই এই দুই ফোনে রয়েছে অসাধারণ আলট্রা ওয়াইড লেন্স, একটি ম্যাক্রো ক্যামেরা ও একটি ডেপ্ত সেন্সর। বিভিন্ন মোডে দুর্দান্ত ডিটেল সহ ছবি তুলতে এই ক্যামেরা সেন্সরগুলি কাজে লাগবে।
দুর্দান্ত ক্লোজ-আপ থেকে সুন্দর নাইট মোড ফটো, এই ক্যামেরাগুলি আপনাকে সোশ্যাল মিডিয়ায় সকলের মন জয় করে নিতে সাহায্য করবে। Galaxy A51 ও Galaxy A71 এর শক্তিশালী ক্যামেরার মাধ্যমে আপনি যে কোন মুহূর্তে সহজেই ফ্রেম বন্দি করে রাখতে পারবেন।
এছাড়াও Samsung Galaxy A51 ও Galaxy A71-এ থাকছে শক্তিশালী প্রসেসর। নিজের পছন্দের গেম খেলা থেকে যে কোন টিভি সিরিজ দেখা, এই ফোনগুলি ব্যবহার করে সব কাজ নির্দ্বিধায় করা যাবে। সঙ্গে থাকছে বিশাল ব্যাটারি আর চোখ ধাঁধানো ডিসপ্লে। এখনই নিকটবর্তী Samsung রিটেল আউটলেট, Samsung e-store, Amazon অথবা Flipkart থেকে এই ফোনগুলি কেনা যাবে।
আজই কিনুন Galaxy A51 ও Galaxy A71!
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
Honor Win Series Camera Specifications Tipped Days Ahead of China Launch
Oppo Reno 15 Series India Launch Date, Price Range Surface Online; Tipster Leaks Global Variant Price, Features
Clair Obscur: Expedition 33's Game of the Year Win at Indie Game Awards Retracted Over Gen AI Use