Samsung Galaxy F06-ফোনটি একটি 5000mAh ব্যাটারী পেতে পারে
Photo Credit: Samsung
Galaxy F06 5G ভারতে 20 ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হবে
ভারতে স্যামসাং-এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন হিসেবে Galaxy F06 5G-ফোনটির ঘোষণা করা হয়েছে। উন্মোচনের সময় কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এটির দাম 10000-টাকার নীচে রাখা হবে। এই সেগমেন্টটিকে OEM-গুলোর জন্য বড় বাজার হিসেবে মনে করা হয়, এবং এটি কোম্পানির জন্য উল্লেখযোগ্য রাজস্ব আনতে পারে।ভালো খবর এটাই যে,বর্তমান দিনে আধুনিক ফোনে যে সমস্ত এক্সক্লুসিভ ফিচার থাকার দরকার কোম্পানি সেই সব ফিচারই এই দামের স্মার্টফোনটিতে যুক্ত করেছে।
Galaxy F06 5G-লঞ্চের সময়, Akshay S Rao, যিনি MX বিজনেস, স্যামসাং ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার জানান যে সাধারণ মানুষের প্রত্যাশা করে কম দামের মধ্যে সম্পূর্ণ 5G স্মার্টফোন। তাই এই নতুন স্মার্টফোনটিতে ক্যারিয়ার আগ্রিগ্রেশনের সাথে SA, NSA-সহ সমস্ত টেলিকম অপারেটরের সমর্থন দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সম্পূর্ণ 5G অভিজ্ঞতা দেওয়ার জন্য স্যামসাং তাদের এই প্রোডাক্টের R&D র সাথে সাথে ডিজাইনের উপরও জোর দেওয়া হয়েছে। সেজন্য কম বয়সীদের কাছে এটি জনপ্রিয় প্রিমিয়াম ডিজাইনার স্মার্টফোন হতে চলেছে। তিনি মনে করেন, 8-জিবি+128-জিবি এর স্মার্টফোনটি 9,499-টাকায় একটি সম্পূর্ণ প্যাকেজ। Galaxy F06 5G-ফোনটি এই সেগমেন্টের প্রথম ফোন যেটি চার বছরের জন্য সফ্টওয়্যার আপডেট পেতে চলেছে।
বেশ কিছু সময় ধরে স্যামসাং-এর গ্যালাক্সি F- সিরিজটি আকর্ষণীয় ডিভাইসের উন্মোচন করেছে। শুরু হয়েছিল Galaxy F62-হ্যান্ডসেটটি দিয়ে, যেটিতে একটি 7000mAh-ব্যাটারী আছে, Galaxy F23 5G-ফোনটি একটি ভয়েস কেন্দ্রিক ফিচার নিয়ে এসেছিল, Galaxy F15-টিতে একটি sAMOLED ডিসপ্লে এবং Galaxy F55-ফোনটি একটি ভেগ্যান লেদারের ডিজাইন আছে।
Samsung Galaxy F06 5G-ফোনটি সমস্ত অপারেটরগুলোর জন্য 12টি 5G ব্যান্ড সমর্থন করে। অর্থাৎ যেখানে জিও অথবা এয়ারটেলের নেটওয়ার্ক থাকবে সেখানে আপনি 5G নেটওয়ার্কের সমর্থন পাবেন।
এটিতে একটি 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে, যেটির সর্বোচ্চ উজ্জ্বলতা 800নিট। এই দামের সেগমেন্টের মধ্যে ডিসপ্লেটি যথেষ্টই উজ্জ্বল এবং জীবন্ত। এটির ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে একটি প্রধান 50-মেগাপিক্সেলের সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সামনে একটি 8- মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। কিছু সময়ের জন্য আমরা ক্যামেরাগুলো পরীক্ষা করতে পারিনি তাই যতক্ষণ না এটি আসছে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ রিভিউয়ের জন্য অপেক্ষা করুন।
এটিতে প্রথম থেকেই MediaTek D6300 প্রসেসর দেওয়া হবে, সাথে 4জিবি+128জিবি এবং 6জিবি+128জিবি বিকল্পগুলি থাকবে। স্যামসাং দাবি করেছে যে, ফোনটি AnTuTu-বেঞ্চমার্কে
416K স্কোর অর্জন করেছে,যা প্রশংসনীয়।"তবে, আমরা অপেক্ষা করব যতক্ষণ না ডিভাইসটি হাতে পাচ্ছি, যাতে আমাদের নির্দিষ্ট সিন্থেটিক বেঞ্চমার্ক পরীক্ষা চালাতে পারি।”
25W দ্রুত চার্জিং সমর্থিত একটি 5000MAh ব্যাটারী দ্বারা সজ্জিত, এই শ্রেণীর অন্যান্য কোনো ফোনেই লক্ষ্য করা যায়নি। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো, স্যামসাং এটির সাথে চার বছরের সিকিউরিটি আপডেট এবং OS আপগ্রেড দিতে চলেছে। এই সমস্ত কিছুই আলোচিত ফোনটিকে এই দামের মধ্যে দারুন প্যাকেজ হিসেবে তুলে ধরেছে।এটি প্রথম থেকেই Android 15-ভিত্তিক One UI 7.0-দ্বারা চালিত হয়ে আসবে।
এই সমস্তকিছুই Galaxy F06 5G ফোনটিকে এই দামের মধ্যে একটি ক্ষমতাশালী স্মার্টফোন তৈরি করেছে। যাইহোক, এটির সম্পূর্ণ রিভিউ পেতে সঙ্গে থাকুন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development