Google ELS জিপিএস, ওয়াই-ফাই, ও মোবাইল নেটওয়ার্ক থেকে ডেটা একত্রিত করে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করতে সক্ষম।
Photo Credit: Google
Google ELS ফিচার Android 6 সংস্করণ থেকে কাজ করবে
Google ভারতে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস (ELS) চালু হওয়ার ঘোষণা করেছে। বিপদ কখনও বলে কয়ে আসে না। আর যখন আসে তখন আতঙ্ক ও ভয়ে মানুষ সামান্য কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলে। 112 নম্বরে ডায়াল করলেই অ্যাম্বুল্যান্স, দমকল, ও পুলিশ নিরাপত্তার মতো জরুরি পরিষেবা পাওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, দুর্ঘটনা বা হামলার সম্মুখীন হয়ে মানুষ আতঙ্কিত হয়ে 112 নম্বরে ফোন করলেও আকস্মিকতায় বাকশক্তি লোপ পায়, ঠিকমতো কথা বোঝাতে পারে না। ফলে কর্তৃপক্ষ সুর্নিদিষ্ট অবস্থান খুঁজতে সমস্যায় পড়ে৷ এই সমস্যার সমাধানে হাজির গুগল। পুলিশ, স্বাস্থকর্মী, বা দমকল বিভাগের মতো জরুরি পরিষেবা প্রদানকারীদের ফোন বা মেসেজ করলে, ELS প্রযুক্তি নিজে থেকেই কলারের ঠিকানা তাদের কাছে পাঠিয়ে দেবে।
গুগল তাদের ব্লগ পোস্টে ভারতীয় Android স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ইমার্জেন্সি লোকেশন সার্ভিস বা ইএএলএস চালু করার বিষয়ে জানিয়েছে। টেক জায়ান্ট বলছে, এটি অ্যান্ড্রয়েড ডিভাইসের একটি ইন-বিল্ট (অর্ন্তনির্মিত) সেফটি ফিচার। এই পরিষেবার মাধ্যমে অ্যান্ড্রয়েড ইউজাররা কোনও জরুরি পরিস্থিতি অথবা বিপদে পড়ে অ্যাম্বুল্যান্স, দমকল, ও পুলিশকে কল বা এসএমএস করলে, মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে বর্তমান অবস্থান পাঠিয়ে দেবে।
এবার প্রশ্ন হচ্ছে, ELS কীভাবে সুর্নিদিষ্ট অবস্থান সম্পর্কে জানতে পারবে। গুগল জানিয়েছে যে এটি স্মার্টফোনের জিপিএস, ওয়াই-ফাই, এবং মোবাইল নেটওয়ার্ক থেকে প্রাপ্ত ডেটা একত্রিত করে ব্যবহারকারীর অবস্থান প্রায় 50 মিটার পর্যন্ত নির্ভুলতায় শনাক্ত করতে সক্ষম। এর ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যাবে।
আপনার কল যদি কোনও কারণে কেটেও যায়, তাহলেও জরুরি পরিষেবা প্রদানকারীরা ঠিকানা পেয়ে সাহায্য পাঠাতে পারবে। এর জন্য কোনও অ্যাপ ডাউনলোড বা সেটিং বদলাতে হবে না। গুগল সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিচারটি চালু করবে। ইমার্জেন্সি লোকেশন সার্ভিস (ELS) চালু করতে স্থানীয় ওয়্যারলেস নেটওয়ার্ক ও জরুরি পরিষেবা পরিচালনকারী প্রতিষ্ঠানগুলোর সমর্থন সক্রিয় করা জরুরি। এই ক্ষেত্রে ভারতে প্রথম রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য পুরোপুরি ELS কার্যকর করেছে।
পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। গ্রাহকদের এক পয়সাও খরচ করতে হবে না। এই ফিচার শুধুমাত্র 112 নম্বরে যোগাযোগ করার সময় সক্রিয় হবে। অবস্থানের রেকর্ড গুগলের কাছে জমা থাকবে না। সরাসরি মোবাইল ফোন থেকে জরুরি পরিষেবার কাছে চলে যাবে। এটি নূন্যতম অ্যান্ড্রয়েড 6 বা তার ওপরের সমস্ত ভার্সনে কাজ করবে। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে কবে চালু হবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Says the Year 2025 Almost Became Earth's Hottest Recorded Year Ever
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February