Google Pixel 8a হ্যান্ডসেটে 18,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
Photo Credit: Google
Google Pixel 8a launched in India in May, 2024
Google Pixel 8a স্মার্টফোনে চলছে চমৎকার অফার। গুগলের এই প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন 18,000 টাকা সরাসরি ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ফলে যারা ফেস্টিভ সিজন সেলে নতুন ফোন কিনতে পারেননি, তাদের জন্য দুর্দান্ত সুযোগ হাজির হয়েছে। মসৃণ পারফরম্যান্স, ক্লিন Android সফটওয়্যার, ও অসাধারণ ক্যামেরার অভিজ্ঞতা পেতে চাইলে, Google Pixel 8a উইশলিস্টে যোগ করে রাখতে পারেন। এখন Flipkart ফোনটিকে বিপুল টাকা ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে। এই হ্যান্ডসেটে সাতটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড পাওয়া যাবে। এর ফলে গত বছরের মডেল হলেও দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযুক্ত।
Google Pixel 8a গত বছর মার্চ মাসে 52,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল। স্মার্টফোনটি বর্তমানে ফ্লিপকার্টে 34,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 18,000 টাকা সরাসরি ছাড় পাওয়া যাচ্ছে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI বা মাসিক কিস্তির মাধ্যমে কিনলে আরও ডিসকাউন্ট পাওয়া যেতে পারে।
এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে সরাসরি কিনলে (নন-EMI) 1,745 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। অর্থাৎ, সব অফার মিলিয়ে প্রায় 19,800 টাকা সাশ্রয় করা যাবে। এটি পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে 26,900 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। এই ফোনের বে (ব্লু) এবং অবসিডিয়ান (ব্ল্যাক) কালার অপশন স্টকে আছে।
Pixel 8a ফোনটিতে 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে আছে যা FHD+ রেজোলিউশন (1,080 x 2,400 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR, ও 2,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনে Corning Gorilla Glass 3 কভার আছে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের মধ্যে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। হ্যান্ডসেটটি Tensor G3 প্রসেসরে রান করে।
ফটোগ্রাফি জন্য, Pixel 8a ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ডুয়াল পিক্সেল PDAF, এবং f/1.9 অ্যাপারচার সহ 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। মেইন ক্যামেরার সঙ্গে একটি 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে, যার অ্যাপারচার f/2.2 অ্যাপারচার।
হ্যান্ডসেটটির সামনে f/2.2 অ্যাপারচার ও 20 মিমি আল্ট্রাওয়াইড লেন্সযুক্ত একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। গুগলের এই ফোনে IP68-স্তরের ধুলো ও জলরোধী ক্ষমতা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, 4,492mAh ব্যাটারি পাওয়া যায়। এটি 18W ওয়্যার্ড, 7.5W ওয়্যারলেস, এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন