Google Pixel 9 Pro Fold পাওয়া যাচ্ছে 53,000 টাকা ছাড়ে। এখন বিক্রি হচ্ছে 1,19,999 টাকায়।
Photo Credit: Google
Google Pixel 9 Pro Fold launched in India in August, 2024
ফোল্ডেবল স্মার্টফোনের দাম বেশি হলেও ব্যবহারের মজাটাই আলাদা। ফোন যেমন ট্যাবলেটে বদলে ফেলা যায়, তেমনই ডুয়াল স্ক্রিন থাকার ফলে ভিডিও বা গেম দারুণ উপভোগ করা যায়। এখন চলছে Flipkart Black Friday সেল। সেই উপলক্ষ্যে বাজারের অন্যতম সেরা ফোল্ডেবল ফোনে 53,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই কথা শুনে হেসে উড়িয়ে দেবেন অনেকেই। কিন্তু না, সত্যিই Google Pixel 9 Pro Fold তার লঞ্চ প্রাইসের থেকে এতটাই সস্তা হয়েছে। সরাসরি মূল্য তো কমেছেই, পাশাপাশি ব্যাঙ্ক অফার ধরে আরও কম দামে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে।
Google Pixel 9 Pro Fold ভারতে 2024 সালের আগস্ট মাসে লঞ্চ হয়েছিল। তখন 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম ছিল 1,72,999 টাকা। আর এখন ফোল্ডেবল ফোনটি ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে 1,19,999 টাকায়। অর্থাৎ কোম্পানি 53,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। আবার নিজের পুরনো ফোন নতুন মডেলের সঙ্গে এক্সচেঞ্জ করলে আরও সাশ্রয় হতে পারে।
এছাড়াও, SBI Flipkart অথবা Axis Flipkart ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে পিক্সেল 9 প্রো ফোল্ডে 4,000 টাকা অতিরিক্ত ছাড় মিলবে। অর্থাৎ ডিসকাউন্টের অঙ্ক পৌঁছে যাচ্ছে 57,000 টাকায়। HDFC, Bajaj Finserv, এবং Flipkart Bajaj-এর কার্ডে নো-কস্ট EMI অপশন পাওয়া যাচ্ছে। কার্ডে নো-কস্ট EMI অপশন পাওয়া যাচ্ছে। ফোনটি শুধু অবসিডিয়ান ব্ল্যাক কালার স্কিমে বিক্রি হচ্ছে।
স্পেসিফিকেশনের কথা বললে, Google Pixel 9 Pro Fold এর ভিতরে 8 ইঞ্চি ফোল্ডেবল ওলেড স্ক্রিন আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,700 নিট পিক ব্রাইটনেস, 2,076 x 2,152 পিক্সেল রেজোলিউশন, HDR10+, এবং 373 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। বাইরে 6.3 ইঞ্চি ওলেড কভার ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন, 2,700 নিট পিক ব্রাইটনেস, ও 1,080 x 2,424 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটিতে 21W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ 4,650mAh ব্যাটারি আছে।
Pixel 9 Pro Fold 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Tensor G4 প্রসেসরে চলে। হ্যান্ডসেটটি সাতটি মেজর Android OS আপগ্রেড পাবে। ফটোগ্রাফির জন্য, রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS ও f/1.7 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5x অপটিক্যাল জুম সহ 10.8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 10.5 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা বর্তমান। মেইন ও কভার স্ক্রিনে 10 মেগাপিক্সেলের একজোড়া সেলফি ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন