লঞ্চ হল Honor 10i। মিডরেঞ্জ সেগমেন্টে এটাই কোম্পানির লেটেস্ট স্মার্টফোন। আপাতত রাশিয়ায় লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। Honor 10i তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 4GB RAM আর Android Pie অপারেটিং সিস্টেম। Honor 10 আর Honor 10 Lite এর পরে এটা Honor 10 সিরিজের তৃতীয় স্মার্টফোন।
লঞ্চ হলেও এখনও Honor 10i ফোনের দাম ঘোষণা করা হয়নি। শিঘ্রই এই ফোনের দাম জানা যাবে বলে জানিয়েছে চিনের কোম্পানিটি।
Honor 10i ফোনে থাকছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। Honor 10i ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 24 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth সাপোর্ট। Honor 10i ফোনে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন