Photo Credit: Hi-tech.mail.ru
শিঘ্রই বাজারে আসছে Honor 10i। কোম্পানির মিডরেঞ্জ সিরিজে লঞ্চ হবে এই ফোন। ইতিমধ্যেই রাশিয়ার এক খবরের কাগজে জানানো হয়েছে গত বছর লঞ্চ হওয়া Honor 10 ফোনে কিছু আপগ্রেড সহ লঞ্চ হবে Honor 10i। এই ফোনে থাকবে 6.21 ইঞ্চি ডিসপ্লে আর মিডরেঞ্জ Snapdragon 710 চিপসেট।
সম্প্রতি রাশিয়ার এক ওয়েবসাইটে Honor 10i ফোনের একাধিক ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে Honor 10i ফোনে Honor 10 Lite ফোনের মতো ডিজাইন দেখা গিয়েছে। তবে Honor 10i ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। ছবিতে Honor 10i ফোনের পিছনে গ্লসি ফিনিশ আর ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচ দেখা গিয়েছে।
রাশিয়ান ওয়েবসাইটে জানানো হয়েছে Honor 10i ফোনে থাকছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 24 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Honor 10i ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
এর সাথেই প্রিমিয়াম Honor 20 ফোন লঞ্চের খবর সামনে এসেছে। Honor 20 ফোনে থাকতে পারে ফ্ল্যাগশিপ Kirin 980 চিপসেট আর 3,650 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন