Honor 8C price in India starts at Rs. 11,999 for the base 4GB/ 32GB storage model.
Honor 8C তে রয়েছে Snapdragon 632 চিপসেট আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সেলফি ক্যামেরা
বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে Honor 8C। শুধুমাত্র Amazon.in থেকে এই ফোন কেনা যাবে। Honor 8C তে রয়েছে Snapdragon 632 চিপসেট আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সেলফি ক্যামেরা। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Honor Band 4। তবে এই ফিটনেস ব্যান্ডের দাম জানানো হয়নি।
ভারতে 4GB RAM/32GB স্টোরেজে Honor 8C কিনতে খরচ হবে 11,999 টাকা। তবে 64GB স্টোরেজে Honor 8C কিনতে খরচ হবে 12,999 টাকা। চারটি আলাদা রঙে ভারতে পাওয়া যাবে Honor 8C।
Honor 8C তে প্রিলোডেড থাকবে Andrroid 8.1 Oreo অপারেটিং সিটেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন। এর সাথেই Huawei এর সব অ্যাপ প্রি-ইনস্টলড থাকবে এই ফোনে। Honor 8C এর সামনে রিয়েছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। তবে সেটিংস থেকে এই নচ লুকিয়ে ফেলা যাবে। FHD+ ডিসপ্লের পরিবর্তে HD+ ডিসপ্লে ব্যবহারের কারনে এই ফোনে ডিসপ্লে খুব শার্প নয়। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যামেরা, নচ ডিসপ্লে আর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। 4GB RAM/ 32GB স্টোরেজ আর 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আসতে চলেছে এই বাজেট স্মার্টফোনটি।
Honor 8C ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ
ছবি তোলার জন্য Honor 8C তে রয়েছে 13MP+2MP রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে সেলফি তোলার জন্য থাকছে 8MP ক্যামেরা। কানেক্টিভিটির জন্য Honor 8C তে থাকছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2 LE with aptX, GPS/ A-GPS, GLONASS, BeiDou একটি Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে 4,000 mAh ব্যাটারি। থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন