Amazon Great Indian Sale -এ যেমন Honor 8X, Honor 8C, Honor Play আর Honor 7C ফোনে ছাড় পাওয়া যাবে একই ভাবে Flipkart Republic Day Sale –এ সস্তা হবে Honor 9N, Honor 9 Lite, Honor 7A আর Honor 7S।
3GB RAM আর 32GB স্টোরেজে Honor 9 Lite এর দাম কমে হচ্ছে 8,499 টাকা
20 জানুয়ারী থেকে Flipkart ও Amazon -এ শুরু হচ্ছে সেল। এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক্স আর হোম অ্যাপ্লায়েন্সে বিশাল ছাড় পাওয়া যাবে। Amazon Great Indian Sale -এ যেমন Honor 8X, Honor 8C, Honor Play আর Honor 7C ফোনে ছাড় পাওয়া যাবে একই ভাবে Flipkart Republic Day Sale –এ সস্তা হবে Honor 9N, Honor 9 Lite, Honor 7A আর Honor 7S। এছাড়াও এক্সচেঞ্জে 3,100 টাকা থেকে 9,800 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় দেবে Honor। এছাড়াও HDFC আর SBI কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।
আরও পড়ুন: আগামী সপ্তাহের সেলে সস্তা হচ্ছে এই তিনটি Realme স্মার্টফোন
Amazon Great Indian Sale -এ 4GB RAM/32GB স্টোরেজে Honor 8C কিনতে খরচ হবে 10,999 টাকা। তবে 64GB স্টোরেজে কোন অফার জানায়নি Amazon। প্রসঙ্গত 64GB স্টোরেজ ভেরিয়েন্টে Honor 8C ফোনের দাম 12,999 টাকা। নভেম্বরে ভারতে এসেছিল Honor 8C। শুধুমাত্র Amazon.in আর HiHonor স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই দেদার ছাড় নিয়ে এল Amazon
19,999 টাকার পরিবর্তে Honor Play ফোনের 4GB ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 13,999 টাকা। 6GB RAM ভেরিয়েন্টে Honor Play এর দাম 23,999 টাকা থেকে কমে হবে 17,999 টাকা।
আরও পড়ুন: Amazon Great Indian Sale কে টেক্কা দিতে আসছে Flipkart Republic Day Sale
ভারতে Honor 7C এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা। এই ভেরিয়েন্টের দাম কমে হবে 8,499 টাকা। এই ফোনের 4GB RAM আর 64 GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 11,999 টাকা। পরের ভেরিয়েন্টে কোন ডিস্কাউন্ট থাকছে না।
আরও পড়ুন: মোট কত গ্রাহক Jio ব্যবহার করেন? কত লাভ করেছে Jio? জেনে নিন
Honor 8X ফোনের 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এক্সচেঞ্জে অতিরিক্ত 1,000 টাকা আর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিইয়েন্টের সাথে এক্সচেঞ্জে অতিরিক্ত 2,000 টাকা ডিসকাউন্ট দেবে Amazon।
আরও পড়ুন: এসে গেল PUBG Mobile 0.10.5 আপডেট: ডাউনলোডের আগে জেনে নিন নতুন ফিচারগুলি
Flipkart Republic Day Sale –এ 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor 9N কিনতে খরচ হবে 8,499 টাকা। 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor 9N এর দাম কমে হবে 10,999 টাকা।
আরও পড়ুন: খেতে ভালোবাসেন? আপনার জন্য সুখবর নিয়ে এল Paytm
3GB RAM আর 32GB স্টোরেজে Honor 9 Lite এর দাম কমে হচ্ছে 8,499 টাকা। 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor 9 Lite এর দাম কমে হবে 10,999 টাকা।
আরও পড়ুন: কমেছে স্পিড, তাও এক নম্বরে Jio
এছাড়াও Flipkart সেলে 7,499 টাকায় Honor 7A পাওয়া যাবে। 20-23 জানুয়ারী Amazon এ চলবে Great India Sale। এই সেলে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। 20-22 জানুয়ারী Flipkart এ চলবে Republic Day Sale। এরই সেলে SBI কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series
Nari Nari Naduma Murari OTT Release: Know Where to Watch the Telugu Comedy Entertainer
Engineers Turn Lobster Shells Into Robot Parts That Lift, Grip and Swim