সামনে এল Honor ব্র্যান্ডের প্রথম 5G স্মার্টফোন। চিনে লঞ্চ হয়েছে Honor V30 আর Honor V30 Pro। এই দুই ফোনেই রয়েছে Kirin 990 চিপসেট। ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Honor V30 আর Honor V30 Pro ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি ছাড়াও এই ফোনে থাকছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটে 0 থেকে 70 শতাংশ চার্জ হবে এই ফোনের ব্যাটারি। আপাতত চিনে লঞ্চ হয়েছে Honor V30 আর Honor V30 Pro। ভারতে এই দুই ফোন কবে লঞ্চ হবে জানা যায়নি।
Honor V30 এর দাম শুরু হচ্ছে 3,299 ইউয়ান (প্রায় 33,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজে V30 কিনতে 3,699 ইউয়ান (প্রায় 37,000 টাকা) খরচ হবে। 5 ডিসেম্বর থেকে বিক্রি শুরু হবে Honor V30।
Honor V30 Pro এর দাম শুরু হচ্ছে 3,899 ইউয়ান (প্রায় 39,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোনের দাম 4,199 ইউয়ান (প্রায় 42,000 টাকা)। 12 ডিসেম্বর চিনে বিক্রি শুরু হবে Honor V30 Pro।
Honor V30 আর Honor V30 Pro ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশনে অনেক সামঞ্জস্য রয়েছে। এই দুই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Magicx UI 3.0.1 স্কিন চলবে। \
Honor V30 আর Honor V30 Pro ফোনে থাকছে 6.57 ইঞ্চি ডিসপ্লে।এই দুই ফোনের ভিতরে থাকছে Kirin 990 চিপসেট 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। দুই ফোনের পিছনে থাকছে তিনটি করে ক্যামেরা আর হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে থাকছে সেলফি ক্যামেরা।
Honor V30 ফোনে থাকছে একটি 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। অন্যদিকে Honor V30 Pro ফোনেও রয়েছে 40 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর 8 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা। যদিও V30 Pro ফোনে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করেছে Honor। সেলফি তোলার জন্য এই দুই ফোনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে নেকটি 8 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই দুই ফোনে থাকছে 5G, 4G LTE, Wi-Fi a/b/g/n/ac, Bluetooth 5.1, GLONASS, BeiDou, GPS/A-GPS আর NFC। Honor V30 ফোনে থাকছে 4,200 mnAh ব্যাটারি। অন্যদিকে Honor V30 Pro ফোনে থাকছে 4,100 mAh ব্যাটারি। এই দুই ফোনেই থাকছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট। Honor V30 Pro ফোনে থাকছে 27W ওয়্যারলেস ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন