শুক্রবার ভারতে লঞ্চ হল Huawei Mate 20 Pro। এই ফোনে রয়েছে কোম্পানির 7Nm Hisilicon Kirin 980 চিপসেট। এই প্রথম Huawei Mate সিরিজের কোন স্মার্টফোন ভারতে এল। শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে এই সম্প্রতি লন্ডনে Huawei Mate 20 Pro এর সাথেই লঞ্চ হয়েছিল Huawei Mate 20 আর Mate 20 X। ভারতে Smasung Note 9 ও iPhone XS Max এর মতো ফোনগুলির সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে এই ফোন।
আরও পড়ুন: ভারতে Huawei Mate 20 Pro লঞ্চ ইভেন্ট দেখুন এখানে
আরও পড়ুন: লঞ্চ হল Huawei Mate 20 সিরিজের তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন
ভারতে Huawei Mate 20 Pro এর দাম শুরু হচ্ছে 69,990 টাকা থেকে। 6GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। Sennheiser PXC 550 হেডফোন সহ Huawei Mate 20 Pro কিনতে খরচ হবে 71,990 টাকা। শুধুমাত্র Amazon থেকে কেনা যাবে Huawei Mate 20 Pro। 3 ডিসেম্বর থেকে শুধুমাত্র প্রাইম মেম্বাররা এই ফোন কিনতে পারবেন। পরে 4 ডিসেম্বর সব গ্রাহকের জন্য এই ফোন বিক্রি শুরু করবে Amazon।
আরও পড়ুন: পারফর্মেন্সে বিশ্বে এক নম্বরে রয়েছে এই স্মার্টফোন
Huawei Mate 20 Pro তে রয়েছে 6.39 QHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একই HiSilicon Kirin 980 চিপসেট। এই ফোনের ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
Huawei P20 Pro ফোনের মতোই Huawei Mate 20 Pro তেও রয়েছে Leica রিয়ার ক্যামেরা। রি ক্যামেরায় রয়েছে 40MP+20MP+8MP তিনটি সেন্সার। এছাড়াও থাকছে 24MP সেলফি ক্যামেরা।
Huawei Mate 20 Pro এর ভিতরে রয়েছে 4200 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন