2018 সালে লঞ্চ হওয়া সব স্মার্টফোনের ডিসপ্লের উপরে ছিল একটি নচ। বছরের একেবারে শেষে এসে সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ নতুন স্মার্টফোন লঞ্চ করল Huawei। সোমবার চিনে লঞ্চ হয়েছে Huawei Nova 4। Nova 4 এর ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। পরিবর্তে ডিসপ্লের মধ্যে থাকছে একটি ছিদ্র। সেই ছিদ্রের নীচে থাকছে ক্যামেরা। বছরের শেষ দিকে লঞ্চ হওয়া এই স্মার্টফোন 2019 সালের স্মার্টফোনের ডিজাইন ট্রেন্ড দেখিয়ে দিল। নতুন ডিসপ্লের সাথেই Huawei Nova 4 এ থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার।
আরও পড়ুন: লেটেস্ট ডিসপ্লে সহ নতুন Honor ফোনে থাকছে 48MP রিয়ার ক্যামেরা
দুটি আলাদা ক্যামেরা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Huawei Nova 4। 48MP রিয়ার ক্যামেরা সহ Huawei Nova 4 কিনতে খরচ হবে 3,399 ইউয়ান (প্রায় 35,500 টাকা)। তবে 20MP ক্যামেরা ভেরিয়েন্টে Huawei Nova 4 3,099 ইউয়ানে (প্রায় 32,200 টাকা) কেনা যাবে। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।
আরও পড়ুন: সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A8s
ডুয়াল সিম Huawei Nova 4 এ Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.25:9। Huawei Nova 4 এ রয়েছে একটি Kirin 970 চিপসেট। সাথে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nova 4 রে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করেছে Huawei। এই ক্যামেরায় রয়েছে একটি 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি 16MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2MP ডেপ্ত সেন্সার। রিয়ার ক্যামেরায় থাকবে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজার আর PDAF আটো ফোকাস। সেলফি তোলার জন্য ডিসপ্লের ছিদ্রের মধ্যে থাকছে 25MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Huawei Nova 4 এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB Type-C (v2.0) আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Nova 4 এর ভিতরে একটি 3,750mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন