Photo Credit: Weibo/ Huawei
ইতিমধ্যেই TENAA বেঞ্চমার্কিন ওয়েবসাইটে দেখা গিয়েছে Huawei Nova 5i। মঙ্গলবার Hoawei ঘোষনা করেছে 21 জুন লঞ্চ হবে Nova 5 আর Nova 5i আগামী সপ্তাহে চিনে লঞ্চ হবে এই দুই মিডরেঞ্জ স্মার্টফোন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ঘোষনা করেছে চিনের কোম্পানিটি।
চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Huawei জানিয়েছে 21 জুন লঞ্চ হবে Nova 5 আর Nova 5i। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী Huawei Nova 5i ফোনে থাকছে 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Kirin 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।
Huawei Nova 5i ফোনে থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য Huawei Nova 5i ফোনে থাকছে 24 মেগাপিক্সেল সেন্সর।
Huawei Nova 5i ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে কোম্পানির EMUI 9 স্কিন। ফোনের ভিতরে রয়েছে একটি 3,900 mAh ব্যাটারি।
Nova 5 ফোন সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি। কয়েকটি রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে থাকতে পারে শক্তিশালি Kirin 970 অথবা Kirin 980 চিপসেট। চিনে Google সার্ভিস ছাড়াই লঞ্চ হবে এই দুই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন