Huawei P20 Lite 2019 ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে হোল পাঞ্চ প্রযুক্তি।
Huawei P20 Lite 2019 ফোনে থাকছে Kirin 710 চিপসেট
2018 সালের অন্যতম জনপ্রিয় বাজেট স্মার্টফোন Huawei P20 Lite। এই ফোনের উত্তরসূরী নিয়ে আসছে চিনের কোম্পানি। সম্প্রতি এক রিপোর্টে Huawei P20 Lite 2019 ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। সেখানে দেখা গিয়েছে নতুন এই মিডরেঞ্জ ফোনে থাকছে Kirin 710 চিপসেট। সম্প্রতি সুইৎজারল্যান্ডের এক রিটেল ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল।
অনলাইন স্টোরে দেখা গিয়েছে Huawei P20 Lite 2019 ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে হোল পাঞ্চ প্রযুক্তি। সেখানে থাকবে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এর সাথেই Huawei P20 Lite 2019 ফোনে থাকছে Kirin 710 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ। এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আর দুটি 2 মেগাপিক্সেল সেন্সর।
Huawei P20 Lite 2019 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 9 স্কিন ছলবে। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাওছে ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Neo 8 Launched With Snapdragon 8 Gen 5 Chip, 8,000mAh Battery: Price, Features
Amazon Great Republic Day Sale: Best Deals on Robot Vacuum Cleaners