এন্ড্রোইড ওরিও (গো এডিশন) সহ হুয়াউই স্মার্টফোন রিলিজ নিশ্চিত করার পর এই চাইনিজ কোম্পানি তার ঘানার ওয়েবসাইটে হুয়াউই ওয়াই 3 (2018) এর ফিচার ও অফিসিয়াল ছবি সহ প্রকাশ করেছে
এন্ড্রোইড ওরিও (গো এডিশন) সহ হুয়াউই স্মার্টফোন রিলিজ নিশ্চিত করার পর এই চাইনিজ কোম্পানি তার ঘানার ওয়েবসাইটে হুয়াউই ওয়াই 3 (2018) এর ফিচার ও অফিসিয়াল ছবি সহ প্রকাশ করেছে। দাম ও বাজারে কবে পাওয়া যাবে ইত্যাদি এখনও প্রকাশ করেনি। ফোনটি সাদা, ধূসর ও সোনালী রঙে পাওয়া যাবে।
হুয়াউই ওয়াই3 (2018) স্পেসিফিকেশনঃ
এটি এন্ড্রোইড 8.1 ওরিও (গো এডিশন), 5-ইঞ্চি এফডাবলুভিজিএ (480×854 পিক্সেল) ডিসপ্লে সহ আসছে। এছাড়া মিডিয়া টেক এমটি6737এম এসওসি, 1 জিবি র্যাম ও 8 জিবি ইনবিল্ট স্টোরেজ আছে।
এছাড়া অটোফোকাস সহ সিঙ্গল 8-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এফ/2.0 এপারচার, এলইডি ফ্লাশ, এবং সামনে সেলফি ও ভিডিও কলিং এর জন্য 2-মেগাপিক্সেল ফিক্সড ফোকাস সেন্সর ও 2280এমএএইচ ব্যাটারি আছে।
ফোনটিতে 4জি এলটিই, হটস্পট সহ ওয়াই-ফাই (2.4জিএইচজেড), ব্লুটুথ ভি4.0 এলই, ইউএসবি 2.0, 3.5 এমএম হেডফোন জ্যাক আছে। ব্যাটারী সহ ফোনটির ওজন 180 গ্রাম।
অন্যান্য এন্ড্রোইড গো নিউজ হলো, ইন্দোনেশিয়ায় আসুসের প্রথম এন্ড্রোইড ওরিও (গো এডিশন) স্মার্টফোন সদ্য ঘোষণা হয়েছে। 18:9 ডিসপ্লে সহ প্রথম এন্ড্রোইড গো ফোন হিসাবে আসুস জেনফোন লাইভ এলআই নিয়ে আসতে চলেছে ফেস আনলক এবং ট্রিপল সিম স্লট/মাইক্রো এসডি কার্ড ট্রে। এটির দাম ইন্দোনেশিয়ায় আইডিআর 1.5 মিলিয়ন (ভারতীয় টাকায় প্রায় 7,200)
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Madam Sarpanch Now Streaming on OTT: Know Where to Watch This Hindi Dub Version of Saubhagyawati Sarpanch Online