Photo Credit: Totalleecase.com
10 সেপ্টেম্বর তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple। এই ফোনগুলি হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max। লঞ্চের আগেই এই তিন ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল। এর সাথেই জানা গিয়েছে 13 সেপ্টেম্বর থেকে নতুন iPhone 11 সিরিজ প্রি-অর্ডার শুরু হবে। 20 সেপ্টেম্বর বিক্রি শুরু হবে এই তিন স্মার্টফোন।
MyDrivers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্তে জানানো হয়েছে iPhone 11 এ থাকবে 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। iPhone XR ফীনে একই ডিসপ্লে ব্যবহার হয়েছিল। এই ফোনের ভিতরে থকাছে Apple A13 চিপ, 4GB RAM আর 512GB পর্যন্ত স্টোরেজ।
বেগুনি এবং সবুজ রঙে পাওয়া যাবে iPhone 11। থাকবে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সুরক্ষার জন্য থাকবে ফেস আইডি। ফোনের ভিতরে থাকবে 3,110 mAh ব্যাটারি। রিপোর্টে জানানো হয়েছে 749 মার্কিন ডলার (প্রায় 54,000 টাকা) থেকে iPhone 11 পাওয়া যাবে।
MyDrivers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে iPhone 11 Pro ফোনে থাকবে একটি 5.8 OLED ডিসপ্লে। iPhone XS ফোনে একই ডিসপ্লে ব্যবহার হয়েছিল। iPhone 11 Pro ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি OLED ডিসপ্লে। iPhone XS Max ফোনে এই ডিসপ্লে ব্যবহার হয়েছিল। এই দুই ফোনের ভিতরেই থাকবে কোম্পানির লেটেস্ট Apple A13 চিপ। সাথে থাকবে 6GB RAM আর 512 GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোন থেকে থ্রিডি টাচ বাদ গেলেও থাকছে অ্যাপেল পেন্সিল সাপোর্ট। iPhone 11 Pro ফোনে থাকছে 3,190 mAh ব্যাটারি থাকবে। অন্যদিকে iPhone 11 Pro Max ফোনে থাকবে 3,500 mAh ব্যাটারি। iPhone 11 Pro এর দাম শুরু হবে 999 মার্কিন ডলার (প্রায় 72,000 টাকা) থেকে। অন্যদিকে iPhone 11 Pro Max এর দাম শুরু হবে 1,099 মার্কিন ডলার (প্রায় 79,000 টাকা) থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন