iPhone 17 লঞ্চের পরেই হু হু করে iPhone 16 সিরিজের দাম কমল, কিনবেন নাকি

iPhone 17 সিরিজ লঞ্চের পরেই ভারতের বাজারে iPhone 16 ও iPhone 16 Plus মডেল দু'টির দাম একলাফে অনেকটা কমেছে।

iPhone 17 লঞ্চের পরেই হু হু করে iPhone 16 সিরিজের দাম কমল, কিনবেন নাকি

Photo Credit: Apple

iPhone 16 ও iPhone 16 Plus ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে

হাইলাইট
  • iPhone 16 ও iPhone 16-এর 512 জিবি স্টোরেজ মডেল বন্ধ হয়েছে
  • ফোন দু'টি 2024 সালের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল
  • Apple মঙ্গলবার iPhone 17 সিরিজ লঞ্চ করেছে
বিজ্ঞাপন

iPhone 17 সিরিজ গতকাল বিশ্বজুড়ে লঞ্চ হয়েছে। নতুন প্রজন্মের আইফোন মডেলগুলি ভারতেও এসেছে। এ দেশে iPhone 17, iPhone Air,  iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max-এর দামও ঘোষণা হয়েছে। নিউ জেনারেশন আইফোন লঞ্চ করার পরেই, মার্কিন টেক জায়ান্টটি আগের মডেলগুলির দাম কমিয়ে দেয়। চলতি বছরেও তার ব্যতীক্রম হয়নি। iPhone 17 সিরিজ লঞ্চের পরেই ভারতের বাজারে iPhone 16 ও iPhone 16 Plus মডেল দু'টির দাম একলাফে অনেকটা কমেছে। উল্লেখ্য, গতকাল AirPods Pro 3, Apple Watch Ultra 3, Apple Watch Series 11, এবং Apple Watch SE 3 প্রকাশ হয়েছে।

iPhone 16 ও iPhone 16 Plus এর দাম কমল iPhone 17 লঞ্চের পর

ভারতে iPhone 16 এর দাম কমে 69,900 টাকায় এসে দাঁড়িয়েছে। এটি একমাত্র 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে পাওয়া যাবে। 256 জিবি স্টোরেজ মডেলটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটি শুধুমাত্র iPhone 16 Plus এর সাথেই পাওয়া যাবে। তাছাড়া, উভয় ফোনের জন্য 512 জিবি স্টোরেজ কনফিগারেশন বন্ধ করে দিয়েছে কোম্পানি। 2024 সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার সময় বেস মডেলের দাম 79,900 টাকা ছিল। অর্থাৎ, এক বছরের মাথায় 10,000 টাকা দাম কমেছে।

অন্য দিকে, iPhone 16 Plus এর দাম এখন ভারতে 79,900 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম। আর 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 89,900 টাকা। এখানেও 512 জিবি স্টোরেজ আর পাওয়া যাবে না। আইফোনের দু'টি মডেলই কালো, গোলাপী, টিল, আল্ট্রামেরিন এবং সাদা রঙে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, গত বছর লঞ্চের সময় হ্যান্ডসেটটির 128 জিবি ও 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 89,900 টাকা ও 99,900 টাকা ছিল।

জানিয়ে রাখি, এই বছর iPhone 16 Plus-এর উত্তরসূরী মডেল আসেনি। তার পরিবর্তে আলট্রা স্লিম iPhone Air মডেলের আগমন ঘটেছে। এটি অ্যাপলের সবচেয়ে সরু আইফোন। iPhone Air মাত্র 5.6 মিমি পুরু এবং ওজন 165 গ্রাম। এটি ভারতে 1,19,900 টাকায় লঞ্চ হয়েছে যা 256 জিবি বেস স্টোরেজে অপশনের দাম। 512 জিবি স্টোরেজ ও 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 1,39,900 টাকা এবং 1,59,900 টাকা।

স্ট্যান্ডার্ড iPhone 17 এর অন্যতম আপগ্রেড হল 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ProMotion ডিসপ্লে। ফোনটিতে সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা iPhone 16-এর চেয়ে দ্বিগুণ বড় সেন্সর। CPU পারফরম্যান্স 40 শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়েছে। হ্যান্ডসেটটির 256 জিবি ও 512 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 82,900 টাকা ও 1,02,900 টাকা।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stunning display
  • Solid build quality and lovely colour options
  • Battery life is bonkers on this one
  • Excellent for gaming and performance (in general)
  • Improved cameras
  • Bad
  • Still offers a 60Hz refresh rate and misses out on AOD (always-on display)
  • No fast charging
  • Comes with USB 2
  • No Apple Intelligence features out of the box
Display 6.70-inch
Processor Apple A18
Front Camera 12-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB, 512GB
OS iOS 18
Resolution 1290x2796 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo A6x 5G ভারতে 6,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল, দাম মাত্র 12,499 টাকা
  2. Vivo X300 ও X300 Pro বাজার কাঁপানো ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ হল, ফোনে এবার DSLR ক্যামেরার মতো ছবি
  3. Sanchar Saathi: নতুন-পুরনো সমস্ত ফোনে ইনস্টল করতেই হবে এই অ্যাপ, নির্দেশ দিল কেন্দ্র
  4. Realme P4x 5G বাজেট স্মার্টফোনে বিপ্লব ঘটাবে, লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস
  5. iQOO 15 সেলে 8,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এমন অফার আর আসবে না
  6. Oppo Find X9 চোখ ধাঁধানো ভেলভেট রেড রঙে লঞ্চ হল, 7,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে
  7. Vivo S50 Pro Mini আসছে iPhone Air-এর মতো ডিজাইন নিয়ে, থাকবে হাই-টেক ফিচার্স
  8. Nothing Phone 3 Lite এর সঙ্গে 10,000 টাকার উপহার পাবে ক্রেতারা, চমকে দেওয়া অফার আনল কোম্পানি
  9. Realme C85 5G লঞ্চ হল 15,000 টাকার কমে, রয়েছে 7,000mAh ব্যাটারি ও 18GB পর্যন্ত র‍্যাম
  10. Reliance অবিশ্বাস্য অফার আনল, মাত্র 12,490 টাকায় পাবেন JioBook ল্যাপটপ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »