ভারতে উৎসবের মরশুমের ঠিক আগে তলানিতে ঠেকেছে iPhone বিক্রি। গত চার বছরে কখনও এতও কম iPhone বিক্রি হয়নি। সম্প্রতি এক সমীক্ষার রিপোর্টে এই কথা জানিয়েছে গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট।
সারা বিশ্বের গ্রাহকের মন জয় করলে কোনভাবেই ভারতের 130 কোটি মানুষের মন জয় করতে পারছে না কুপার্চিনোর এই কোম্পানি। চিনের বাজেট স্মার্টফোনের ক্রমাগত জনপ্রিয়তা ভারতে Apple এর সাফল্যের প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে।
2018 সালে ভারতে মোট 20 লক্ষ iPhone বিক্রি করেছে Apple। এই সংখ্যা গত বছরের থেকে এক লক্ষ কম। টাকার দাম ক্রমশ পড়তে থাকায় সম্প্রতি আরও বেড়েছে iPhone এর দাম। সেই কারনেই ভারতে তলানিতে পৌঁছেছে Apple স্মার্টফোন বিক্রি।
“গত চার বছরে এই প্রথম iPhone বিক্রি এতো কমেছে। গত বছরে তৃতীয় ত্রৈমাসিকে 9 লক্ষ ফোন বিক্রি হয়েছিল। এই বছর তৃতীয় ত্রৈমাসিকে সেই সংখ্যাটি 4.5 লক্ষতে এসে ঠেকেছে।” বলে জানিয়েছেন কাউন্টারপয়েন্টের ডিরেক্টার নিল শাহ।
“ক্রমশ দাম বাড়ছে iPhone এর। সেই তুলনায় ফোনের ফিচারে উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না। ভারতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে Android। এর ফলেই iOS অপারেটিং সিস্টেমে আগ্রহ দেখাচ্ছেন না ভারতের স্মার্টফোন গ্রাহকরা।” বলেন তিনি।
ভারতে কোম্পানির এই ব্যার্থতাকে ‘লম্বা সফরে এক স্পিড বাম্প' বলে আক্ষ্যা দিয়েছেন Apple সিইও টিম কুক। ভারতীয়দের খরচ করার ক্ষমতা বাড়লে ভারতে জনপ্রিয়তা বাড়বে iPhone এর।
এই বছর ভারতে বিক্রি হওয়া মোট iPhone এর অর্ধেকের বেশি পুরনো ম iPhone মডেল। অতিরিক্ত দামে স্মার্টফোন বিক্রি কারনেই ভারতে জনপ্রিয় হচ্ছে না iPhone, বলে মনে করেন শাহ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন