Photo Credit: iQOO
iQOO 13 ভারতে ডিসেম্বরের 3 তারিখ লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের মাত্র কিছুদিন ব্যবধানের মধ্যে,একজন টিপস্তার ভারতে এটির দাম সম্পর্কে পরামর্শ দিয়েছেন। iQOO
13 অক্টোবর মাসে চীনে লঞ্চ করা হয়েছে। এটি প্রথম হ্যান্ডসেট, যেটিতে কোয়ালকমের একদম নতুন Snapdragon 8 Elite চিপসেট যুক্ত করা আছে। iQOO 13-হ্যান্ডসেটটি Android 15 দ্বারা চালিত এবং এটিতে একটি 50মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য একটি IP68 এবং IP69 রেটিং যুক্ত করা আছে।
টিপস্টার Mukul Sharma (@stufflistings) X-এর মাধ্যমে দাবি করেছে যে, ভারতে iQOO 13 হ্যান্ডসেটটির 12জিবি+256জিবি বিকল্পের, বেস মডেলটির দাম 55, 000 টাকার নীচে হতে পারে। আসন্ন হ্যান্ডসেটটির দাম iQOO 12 থেকে বেশি,যেটির লঞ্চের সময় এই একই কনফিগারেশনের সাথে দাম ছিল, 52,999 টাকা। আশা করা যাচ্ছে, iQOO কোম্পানি আসন্ন হ্যান্ডসেটটির জন্য ব্যাংক এবং লঞ্চের অফার ঘোষণা করবে।
চীনের বাজারে iQOO 13-এর 12জিবি+256জিবি বিকল্পটির দাম CNY 3,999 (প্রায় 47,200 টাকা) এবং 16জিবি+1টিবি বিকল্পটির দাম CNY 5,199 (প্রায় 61,000 টাকা)।
iQOO 13-হ্যান্ডসেটটি ডিসেম্বরের 3 তারিখ ভারতে লঞ্চ হতে প্রস্তুত, ভিভো সাব-ব্র্যান্ডটি সক্রিয়ভাবেই এটির স্পেসিফিকেশনগুলি টিজ করেছে। হ্যান্ডসেটটি অ্যামাজন এবং iQOO ই-স্টোরের মাধ্যমে ক্রয় করা যাবে। ভারতে উপস্থিত হ্যান্ডসেটগুলির মধ্যে এটিই সর্বপ্রথম যা, Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হয়ে আসতে চলেছে। এটিতে কোম্পানির Q2 চিপ যুক্ত করা আছে। স্মার্টফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 2K রেজোলিউশনের সাথে একটি Q10 LTPO AMOLED ডিসপ্লে আছে। ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP68 এবং IP69 রেটিং যুক্ত করা আছে।
ভারতে iQOO 13 নিশ্চিতভাবে প্রধান চারটি অ্যানড্রয়েড ভার্সন আপগ্রেড এবং পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে। এটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে,যার মধ্যে একটি SonyIMX921 সেন্সরের সাথে 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ,একটি 50মেগাপিক্সেলের Sony পোট্রেট সেন্সর এবং একটি 50মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে। ভারতীয় বিকল্পটিতে 120W-এর চার্জিং সমর্থিত একটি 6000mAh-এর ব্যাটারী আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন