iQOO 13 (ছবিতে) একটি 6,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত
বিগত মঙ্গলবার iQOO 13-ভারতে লঞ্চ করা হয়েছে,এটি ভারতের বাজারে দ্বিতীয় স্মার্টফোন যেটি,কোয়ালকমের Snapdragon 8 Elite-চিপসেটের সাথে উন্মোচিত হয়েছে। হ্যান্ডসেটটি তিনটি 50মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 144Hz রিফ্রেশরেট সমৃদ্ধ একটি 6.82ইঞ্চির AMOLED স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে।এটি Android 15-ভিত্তিক Vivo কোম্পানীর Funtouch OS 15-দ্বারা চালিত।সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো,হ্যান্ডসেটটিতে একটি 6000mAh-এর বেশী ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী আছে,যেটি 120W-এর চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে।ধূলো এবং জল থেকে বাঁচানোর জন্য এটিতে IP68+69 রেটিং যুক্তকরা আছে।
ভারতের বাজারে iQOO 13-এর 12জিবিRAM+256জিবি স্টোরেজের সাথে বেসমডেলটির দাম 54,999টাকা।এই একই হ্যান্ডসেটটির,16জিবি+512জিবি বিকল্পের দাম 59,999টাকা। এটি লিজেন্ড এবং নারদো-গ্রে রঙের বিকল্পে উপলব্ধ আছে।
আগামী 11ই-ডিসেম্বর দুপুর 12টা থেকে এটির বিক্রয় চালু হবে,গ্রাহকরা হ্যান্ডসেটটি অ্যামাজন এবং iQOO ই-স্টোরের মাধ্যমে কিনতে পারবেন।যেসব গ্রাহকরা HDFCব্যাঙ্ক এবং ICICI-ব্যাংকের ডেবিট ও ক্রেডিট ব্যবহার করে ফোনটি কিনবেন,তারা 3000টাকার ছাড় পাবেন।এছাড়াও Vivo এবং iQOO-কোম্পানির পুরোনো ফোনের পরিবর্তে এটি কেনার ক্ষেত্রে 5000টাকার ছাড় পেতে পারেন।
ডুয়াল ন্যানো সিম সমৃদ্ধ,iQOO 13-হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক Funtouch OS 15-দ্বারা চালিত।কোম্পানি নিশ্চিত করেছে যে,এটি চারটি অ্যানড্রয়েড সফ্টওয়্যার আপডেট এবং পাঁচবছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।হ্যান্ডসেটটি 144Hz রিফ্রেশরেট সহ একটি 6.82ইঞ্চির 2K (1,440×3,186পিক্সেল)LTPO AMOLED-স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে,এটির পিক্সেল ডেন্সিটি 510ppi এবং সর্বাধিক উজ্জ্বলতা1,800নিট।
ভারতে এটি দ্বিতীয় স্মার্টফোন,যেটি 12জিবি LPDDR5X আল্ট্রা RAM এবং 512জিবি পর্যন্ত UFS 4.1-স্টোরেজের সাথে যুক্ত হয়ে কোয়ালকমের 3nm অক্টাকোর Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত।এছাড়াও হ্যান্ডসেটটিতে গেমিং-ক্ষমতাকে আরো উন্নত করে তোলার জন্য,কোম্পানির নিজস্ব Q2 চিপ দেওয়া হয়েছে এবং এটিতে একটি 7000বর্গমিমির বাষ্প চেম্বার আছে,যেটি ফোনটির তাপমাত্রাকে কম করতে সাহায্য করবে।
হ্যান্ডসেটটিতে-OIS,EIS এবং Sony IMX921-সেন্সর (f/1.88)সহ একটি 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা,একটি Samsung JN1-সেন্সর(f/2.0)সহ 50মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার এবং 2X-অপটিক্যাল জুম ও একটি Sony IMX816-সেন্সর(f/1.85)সহ 50মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা আছে।ফোনটির সামনের অংশে 32মেগাপিক্সেলের (f/2.45)সেলফি ক্যামেরা আছে।
সংযোগের জন্য,ফোনটিতে-5G,4G LTE,Wi-Fi -7,ব্লুটুথ 5.4, NFC,GPS এবং একটি USB 3.2 Gen 1 টাইপ-C পোর্ট আছে।বোর্ডের সেন্সরগুলির মধ্যে একটি অ্যাক্সিলোমিটার, পরিবেষ্টিত আলো সেন্সর,প্রক্সিমিটি সেন্সর,ই-কম্পাস, জাইরোস্কোপ,একটি রঙের তাপমাত্রা সেন্সর যুক্ত আছে।
হ্যান্ডসেটটিতে,120W-এর ফ্ল্যাশ চার্জিং সমর্থিত একটি 6000mAh-ব্যা টারী আছে।বিভিন্ন যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করার জন্য হ্যান্ডসেটটিতে একটি“ইনফ্রারেড ট্রান্সমিটার”আছে।ধূলো ও জল থেকে সুরক্ষার জন্য একটি IP68+69 রেটিং যুক্ত করা আছে। এটির পরিমাপ,163.37x76.71x8.13মিমি এবং ওজন 213গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।...অধিক