নতুন এস গ্রীন রঙে iQOO 13 এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকা। এস গ্রীন ছাড়াও, ফোনটি লেজেন্ড এবং নার্ডো গ্রে ঙে পাওয়া যাচ্ছে। সবুজ রঙটি জুলাই 12 থেকে Amazon ও iQOO India ই-স্টোরের মাধ্যমে ভারতে পাওয়া যাবে।
OnePlus 13 এর বড় সুবিধা হল কম্প্যাক্ট আকার। iQOO 13 এর সাথে ব্যাটারি ক্যাপাসিটিতে খুব বেশি ফারাক নেই। তবে ফাস্ট চার্জিংয়ে কিছুটা পিছিয়ে। iQOO 13 এর ব্যাক প্যানেলে একটি অতিরিক্ত ক্যামেরা রয়েছে।
Vivo কোম্পানী সাব-ব্র্যান্ড iQOO ভারতে নিয়ে এসেছে নতুন হ্যান্ডসেট iQOO 13।হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite চিপসেট এবং Android 15-ভিত্তিক Funtouch OS 15 দ্বারা চালিত।কোম্পানির নতুন এই হ্যান্ডসেটটিতে একটি বেশি ক্যাপাসিটি যুক্ত 6000mAh-এর ব্যাটারী যুক্ত করা আছে
সামনের সপ্তাহে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে iQOO 13। এরপূর্বে হ্যান্ডসেটটি চীনের বাজারে অক্টোবর মাসে উন্মোচিত হয়েছে। কিন্তু ভারতে হ্যান্ডসেটটি লঞ্চের কিছুদিন আগেই এটির কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। যেটি থেকে এটির আশাকৃত কিছু বিবরণ বুঝতে পারা যায়।নতুন হ্যান্ডসেটটি উল্লেখযোগ্যভাবে অত্যাধুনিক Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হয়ে আসতে চলেছে