পূর্ববর্তী মডেলের তুলনায় বেশি দামে লঞ্চ হতে পারে iQOO 13
সামনের সপ্তাহে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে iQOO 13। এরপূর্বে হ্যান্ডসেটটি চীনের বাজারে অক্টোবর মাসে উন্মোচিত হয়েছে। কিন্তু ভারতে হ্যান্ডসেটটি লঞ্চের কিছুদিন আগেই এটির কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। যেটি থেকে এটির আশাকৃত কিছু বিবরণ বুঝতে পারা যায়।নতুন হ্যান্ডসেটটি উল্লেখযোগ্যভাবে অত্যাধুনিক Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হয়ে আসতে চলেছে