7,000mAh ব্যাটারির সাথে বাজার কাঁপাতে তৈরি Lava Agni 4, লঞ্চের আগেই দাম ফাঁস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 জুলাই 2025 19:05 IST
হাইলাইট
  • Lava Agni 4-এর হাইলাইট হতে পারে 7,000mAh ব্যাটারি
  • ফোনটিতে গুগল পিক্সেল সিরিজের কায়দায় ক্যামেরার ডিজাইন থাকবে
  • এটি ডুয়াল 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসতে পারে

Lava Agni 4 ডুয়াল ক্যামেরার সাথে আসতে পারে

Photo Credit: 91Mobiles/ Yogesh Brar

Lava Agni 4 স্মার্টফোনের আগমনের সময় প্রায় এসে উপস্থিত। বর্তমানে দেশের মোবাইল ফোনের বাজারে যে কয়েকটি ভারতীয় সংস্থার নাম টিমটিম করে জ্বলছে, তাদের মধ্যে অন্যতম হল লাভা। 2024 সালের অক্টোবরে মিনি অ্যামোলেড কভার ডিসপ্লের সঙ্গে Agni 3 লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল তারা। সেই ফোনেরই আপগ্রেড ভার্সন হিসেবে খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে Agni 4। এতে গুগলের পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলির কায়দায় ক্যামেরা মডিউল নকশা করা হয়েছে। অফিসিয়াল লঞ্চের আগেই লাভার নতুন ফোনের দাম, স্পেসিফিকেশন, ও ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে।

Lava Agni 4 দাম (সম্ভাব্য)

91Mobiles এর একটি প্রতিবেদন অনুসারে, Lava Agni 4-এর দাম ভারতে 25,000 টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, গত বছরের Lava Agni 3-এর চিপসেট এবং দামের উপর ভিত্তি করে এই দাম নির্ধারণ করা হয়েছে। যদি খবরটা সত্য হয়, তাহলে পূবর্সূরী মডেলের তুলনায় দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে এটি কত জিবি র‍্যাম বা স্টোরেজের মূল্য সেটা জানা যায়নি।

প্রসঙ্গত, লঞ্চ হওয়ার সময় Lava Agni 3 এর দাম ছিল 20,999 টাকা। বেস মডেলটিতে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ ছিল। এতে চার্জার উপলব্ধ ছিল না। চার্জার সহ দাম 22,999 টাকা ধার্য করা হয়েছিল। অন্যদিকে, চার্জার বান্ডেল করা অবস্থায় 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 24,999 টাকা রাখা হয়েছিল।

Lava Agni 4 ডিজাইন 

লাভা অগ্নি 4-এর ডিজাইন অগ্নি 3-এর থেকে সম্পূর্ণ আলাদা। পিছনের মিনি ডিসপ্লে বাদ গিয়েছে। ফাঁস হওয়া রেন্ডার ফোনটিতে অনুভূমিকভাবে সারিবদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখিয়েছে, যা গুগল পিক্সেলের স্টাইলে একটি পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ডের ভিতরে রাখা হয়েছে। দুটি লেন্সের মাঝখানে একটি LED ফ্ল্যাশও দেখা যাচ্ছে। হ্যান্ডসেটটির দুই পাশে ধাতব ফ্রেম থাকতে পারে, যা ফোনের সাদা রঙের ব্যাক প্যানেলের সাথে ভাল মানাবে।

Lava Agni 4 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Lava Agni 4 মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। এটি 4 ন্যানোমিটারের MediaTek Dimensity 8350 প্রসেসর দ্বারা চালিত হবে, যার পিক ক্লক স্পিড 3.35 গিগাহার্টজ। চিপটি UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ডুয়াল 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, ফোনটিতে 7,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারি প্যাক থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে ফোনটি তার সেগমেন্টে সবথেকে শক্তিশালী ব্যাটারির জন্য পরিচিতি পেতে পারে।

 
KEY SPECS
Display (Primary) 6.78-inch
Processor MediaTek Dimensity 7300X
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5,000mAh
OS Android 14
Resolution 1200x2652 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Infinix GT 30 5G+ ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হল, সঙ্গে 2,999 টাকার উপহার বিনামূল্যে
  2. 8,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সঙ্গে বাজার কাঁপিয়ে লঞ্চ হল iQOO Z10 Turbo+ 5G
  3. অসম্ভবকে সম্ভব করবে চ্যাটজিপিটি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী AI মডেল GPT-5 প্রকাশ করে চমকে দিল OpenAI
  4. Samsung Galaxy A17 5G অবশেষে দুর্দান্ত অ্যামোলেড স্ক্রিন ও 50MP ক্যামেরার সাথে বাজারে এল
  5. Amazon Great Freedom Festival Sale: হেডফোনে 13,000 টাকা ছাড়, কিনুন 2,599 টাকাতেই
  6. সবচেয়ে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন, অবিশ্বাস্য দামে আসছে Poco M7 Plus 5G
  7. ফলোয়ার বৃদ্ধির হাতছানি, Instagram এর নতুন ফিচার্স কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় জ্যাকপট
  8. Amazon Great Freedom Festival Sale: Samsung-এর জনপ্রিয় ফোনের দাম কমল
  9. Tesla Showroom: মুম্বইয়ের পর ভারতে টেসলার দ্বিতীয় শোরুম খুলছে এই শহরে
  10. Amazon Great Freedom Festival Sale: অফারের বন্যা, 42,500 টাকা ছাড়ে মিলছে দুর্দান্ত ল্যাপটপ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.