Lava Agni 4 সংস্থার প্রথম মডেল যা অ্যাকশন বাটন পেয়েছে৷ এই শর্টকার্ট বোতামে আলতো চাপ, দীর্ঘ চাপ বা ডাবল প্রেস করে একশোর বেশি কম্বিনেশন সেট করা যাবে। এর মাধ্যমে ক্যামেরা চালু, অ্যাপ খোলা বা টর্চ জ্বালানো সহ বিভিন্ন কাজ করা যাবে।
সেপ্টেম্বরে ও অক্টোবরে OnePlus 15, iQOO 15, এবং Realme GT 8 Pro এর মতো যে সব ফ্ল্যাগশিপ ফোন চীনে লঞ্চ হয়েছে, তারা নভেম্বরে ভারতে আসছে৷ এই মাসে প্রিমিয়াম ফোন ছাড়াও Lava Agni 4 এবং Moto G67 Power 5G এর মতো মিড-রেঞ্জ ডিভাইস রিলিজ হতে চলেছে৷
Lava Agni 4 স্মার্টফোনে লাভার হরাইজন্টাল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। LG-এর পুরনো ফ্ল্যাগশিপে যেমন আড়াআড়ি বসানো ক্যামেরা মডিউল থাকতো, তেমন দেখতে হবে। মাঝখানে LED ফ্ল্যাশ এবং তার দুই পাশে উল্লম্বভাবে একজোড়া ক্যামেরা থাকবে।
Lava Agni 4 মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে MediaTek Dimensity 8350 প্রসেসর ব্যবহার হতে পারে। চিপটি UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত থাকবে।