সেপ্টেম্বরে ও অক্টোবরে OnePlus 15, iQOO 15, এবং Realme GT 8 Pro এর মতো যে সব ফ্ল্যাগশিপ ফোন চীনে লঞ্চ হয়েছে, তারা নভেম্বরে ভারতে আসছে৷ এই মাসে প্রিমিয়াম ফোন ছাড়াও Lava Agni 4 এবং Moto G67 Power 5G এর মতো মিড-রেঞ্জ ডিভাইস রিলিজ হতে চলেছে৷
Lava Agni 4 স্মার্টফোনে লাভার হরাইজন্টাল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। LG-এর পুরনো ফ্ল্যাগশিপে যেমন আড়াআড়ি বসানো ক্যামেরা মডিউল থাকতো, তেমন দেখতে হবে। মাঝখানে LED ফ্ল্যাশ এবং তার দুই পাশে উল্লম্বভাবে একজোড়া ক্যামেরা থাকবে।
Lava Agni 4 মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে MediaTek Dimensity 8350 প্রসেসর ব্যবহার হতে পারে। চিপটি UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত থাকবে।