ভারতে লঞ্চ হল নতুন Lava Z81। 2GB RAM আর 3GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Lava Z81। আপাতত শুধুমাত্র 3GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Z81। Lava Z81 এর দাম 9,499 টাকা। কোম্পানি জানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহার করে এই ফোন থেকে দারুন ছবি তোলা যাবে। নতুন Lava স্মার্টফোনে রয়েছে 5.7 ইঞ্চি ডিসপ্লে, Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম আর 3,000 mAh ব্যাটারি।
ভারতে 3GB RAM ভেরিয়েন্টে Lava Z81 এর দাম 9,499 টাকা। তবে 2GB RAM ভেরিয়েন্টের দাম বা কবে থেকে সেই ফোন ভারতে পাওয়া যাবে তা জানায়নি Lava। কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। লঞ্চ অফাবে একবার Z81 ফোনের স্ক্রিন বিনামূল্যে বদলে দেবে Lava। 2019 সালের 31 জানুয়ারির মধ্যে এই ফোন কিনলে লঞ্চ অফারের সুবিধা পাওয়া যাবে।
ডুয়াল সিম Lava Z81 এ চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Z81এ রয়েছে একটি 5.7 ইঞ্চি 18:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে কোয়াড-কোর MediaTek Helio A22 চিপসেট, 2GB/3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Lava Z81এ রয়েছে 13MP রিয়ার ক্যামেরা। সাথে রয়েছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে 13MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Lava Z81এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Micro-USB 2.0 পোর্ট, GPS/AGPS, GLONASS, Bluetooth 4.1, এফএম রেডিও আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3,000 mAh ব্যাটারি। Lava Z81এর দাম 141.6 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন