Photo Credit: Weibo/ Lenovo Mobiles
গত কয়েক সপ্তাহ ধরেই সোশাল মিডিয়ায় নিজেদের লেটেস্ট স্মার্টফোনের উন্য উত্তেজনাকর পোস্ট করছেন Lenovo র ভাইস প্রেসিডেন্ট চ্যাং চেং। চিনের এক মাইক্রো ব্লগিং সাইটে চেং এর একাধিক পোস্টে আগেই জানা গিয়েছে Lenovo Z5 এর অনেক ফিচার। এর মধ্যেই অন্যতম এই ফোনের সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে আর বিশাল 4TB ইন্টারনাল স্টোরেজ। এবার কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে আগামি 5 জুন বেজিং এ এক ইভেন্টে দিনের আলো দেখবে সম্প্রতি টেক দুনিয়ায় উত্তেজনা সৃষ্টি করা Lenovo Z5।
প্রথমে জানা গিয়েছিল 14 জুন লঞ্চ হবে এই ফোনটি। তবে সম্রতি এক সোশাল মিডিয়া পোস্টে কোম্পানির তরফে 5 জুন Lenovo Z5 লঞ্চের খবরটি নিশিত করা হয়েছে। ঐ দিন চিনের রাজধানীতে ভারতীয় সময় সকাল 11টা 30মিনিটে শুরু হবে এই লঞ্চ ইভেন্ট।
কিছুদিন আগেই কোম্পানির তরফে জানানো হয়েছিল তাদের নতুন স্মার্টফোন Z5 এ থাকবে বিশাল 4TB ইন্টারনাল স্টোরেজ। লেটেস্ট পার্টকেল টেকনোলজি ব্যাবহার করেই এই বিশাল স্টোরেজ স্মার্টফোনে ব্যাবহার করতে পেরেছে চিনের এই কোম্পানিটি। এছাড়াও Lenovo Z5 এ থাকবে সম্পূর্ণ ফুল স্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে বা নীচে কোন বেজেলের চিহ্ন থাকবে না বলে জানিয়েছে Lenovo।
কোম্পানির তরফে জানানো হয়েছে এই ফোনের বিশাল ইন্টারনাল স্টোরেজে রাখা যাবে 2000 টি HD সিনেমা, 150,000 লসলেস মিউজিক ফাইল আর 10 লক্ষ ছবি। প্রসঙ্গত এই ফোনের পিছনে থাকবে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট থাকবে এই ফোনের ক্যামেরাতে।
সম্প্রতি একই মাইক্রো ব্লগিং সাইটে পোস্ট করে চেং জানিয়েছিলেন Z5 এ পাওয়া যাবে 45 দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি ব্যাক আপ। যা ঘন্টায় বদল করলে দাঁড়ায় 1080 ঘন্টা। বিশেষজ্ঞরা বলছেন ডাইনোসর ব্যাটারি ব্যাবহার না করলে এই কথা সত্যি হওয়া সম্ভব নয়। যদিও সাধারন ব্যাবহারে কত ব্যাক আপ পাওয়া যাবে তা জানাননি চেং। কাগজে এই স্পেসিফিকেশান দেখে যে কোন ফোন বিশেষজ্ঞ চমকে উঠতেই বাধ্য। কিন্তু গ্রাহকদের মধ্যে বিশাল এই প্রত্যাশা তৈরী করে তা কতটা সফল করতে পারে Lenovo তা জানার জন্য অপেক্ষা করতে হবে 5 জুন পর্যন্ত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন