আগামী সপ্তাহেই সারা পৃথিবীর সামনে আসবে শাওমির নতুন ফ্ল্যাগশিপ Mi 8। আগামি 31 মার্চ এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে চিনের জনপ্রিয় এই স্মার্টফোন কোম্পানি। যদিও Mi 6 এর পরে Mi 7 লঞ্চ না করে সরাসরি Mi 8 লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে শাওমি। কোম্পানির অষ্টম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে এই ফোনে থাকবে থ্রি ডি ফেসিয়াল সেন্সিং টেকনোলজি, লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসার আর ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ, ডিসপ্লের নীচে থাকবে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
চিনের এক মাইক্রোব্লগিং সাইটে নিজেদের অফিশিয়াল পেজে এই টিজার পোস্ট করে এই ফোন লঞ্চের কথা পাকা করেছে শাওমি। আগের রিপোর্টে জানা গিয়েছিল ইতিমধ্যেই এই ইভেন্টের টিকিট বিক্রি শুরু করে দিয়েছিল শাওমি। Mi 8 ফ্ল্যাগশিপ ছাড়াও এই ইভেন্টে লঞ্চ হবে কোম্পানির নতুন ফিটনেস ট্র্যাকার Mi Band 3। প্রায় সারা পৃথিবী থেকে শাওমির প্রায় 5700 গুনগ্রাহী এই ইভেন্টে অংশ নেবেন বলে জানা গিয়েছে।
কী স্পেসিফিকেশান থাকতে পারে Mi 8 এ?
Mi 8 ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। এছাড়াও ফোনের ভিতরে থাকবে লেটেস্ট Snapdragon 845 চিপসেট আর 8GB RAM ও 128GB স্টোরেজ। আশা করা হচ্ছে এই ফোনে চলবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও। সাথে থাকবে কোমানির নিজস্ব MIUI স্কিন। এছাড়াও ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি থাকবে ডিসপ্লের নীচে। তাই ডিসপ্লের উপরে আঙুল রাখলেই আনলক হয়ে যাবে নতুন এই ফ্ল্যাগশিপটি। এছাড়াও এই ফোনের সামনের নচে শুধুমাত্র ফেস আনলকিং এর জন্য থাকবে একটি ক্যামেরা। iPhone এর Face ID এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে ফেস আনলকের অন্য আলাদা ক্যামেরা ব্যাবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করছে টেক গুরুরা। এছাড়াও ফোনের পিছনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ফোনের ক্যামেরাতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও 2X অপ্টিকাল জুম। তবে এই খবরের সত্যতা জানার জন্য অপেক্ষা করতে হবে ফোন লঞ্চ হওয়া পর্যন্ত। OnePlus 6 কে টক্কর দিতেই এই ফোন বাজারে আনতে চলেছে শাওমি। এছাড়াও এই একই ইভেন্টে লঞ্চ হবে শাওমির নতুন ফিটনেস ব্যান্ড Mi Band 3। নতুন ফ্ল্যাগশিপের সাথেই জনপ্রিয় এই ফিটনেস ব্যান্ড গ্রাহকদের মন জয় করবে বলে আশা করছে শাওমির।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন