বুধবার স্পেনে লঞ্চ হবে Mi A3। কিন্তু লঞ্চের আগেই এই ফোনের রিটেল বাক্সের ছবি ও স্পেসিফিকেশোন ফাঁস হয়ে গেল। তরুন প্রজম্নের কথা মাথায় রেখে এই ফোন লঞ্চ করছে Xiaomi।
Photo Credit: SoyaCincau.com
বুধবার ভারতীয় সময় সন্ধ্যা 6 টা 30 মিনিটে স্পেনে Mi A3 লঞ্চ ইভেন্ট শুরু হবে
বুধবার স্পেনে লঞ্চ হবে Mi A3। কিন্তু লঞ্চের আগেই এই ফোনের রিটেল বাক্সের ছবি ও স্পেসিফিকেশোন ফাঁস হয়ে গেল। তরুন প্রজম্নের কথা মাথায় রেখে এই ফোন লঞ্চ করছে Xiaomi। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Mi CC9e। সেই ফোনে সামান্য কিছু পরিবর্তন করে লঞ্চ হচ্ছে Mi A3। রবে Mi A3 ফোনে চলবে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম।
![]()
Xiaomi Mi A3 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা
ছবি: SoyaCincau.com
ডুয়াল সিম Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে 6.088 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকজছে Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Mi A3 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Mi A3 ফোনে রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4,030 mAh ব্যাটারি। সাথে সাথে থাকছে USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক।
![]()
Xiaomi Mi A3 রিটেল বাক্স
ছবি: SoyaCincau.com
Mi A3 ফোনের ডিসপ্লের উপরে থাকছে ছোট ‘ডট নচ'। ফোনের পিছনে থাকছে গ্লসি ফিনিশ। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে এই স্মার্টফোন।
বুধবার ভারতীয় সময় সন্ধ্যা 6 টা 30 মিনিটে স্পেনে Mi A3 লঞ্চ ইভেন্ট শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo Y500 Pro With MediaTek Dimensity 7400 Chipset, 7,000mAh Battery Launched: Price, Specifications