লঞ্চের এক দিন আগে Amazon থেকে Mi A3 ফোনের দাম ফাঁস হয়ে গেল। ভারতে শুধুমাত্র Amazon.in থেকেই পাওয়া যাবে এই স্মার্টফোন।
জুলাই মাসে স্পেনে লঞ্চ হয়েছিল Mi A3
21 অগাস্ট ভারতে লঞ্চ হবে Mi A3। এই ফোনে থাকবে Snapdragon 665 চিপসেট। Mi A সিরিজের অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ হবে। অর্থাৎ Mi A3 ফোনে Stock Android অপারেটিং সিস্টেম চলবে। ইতিমধ্যেই ইউরোপে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। সেখানে এই ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে। এবার লঞ্চের এক দিন আগে Amazon থেকে Mi A3 ফোনের দাম ফাঁস হয়ে গেল। ভারতে শুধুমাত্র Amazon.in থেকেই পাওয়া যাবে এই স্মার্টফোন।
Amazon.in লিস্টিং থেকে জানা গিয়েছে 4GB RAM + 64GB স্টোরেজে Mi A3 এর দাম 14,998 টাকা। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 17,498 টাকা খরচ হবে।
![]()
Amazon.in থেকে Mi A3 ফোনের দাম ফাঁস হয়েছে
ছবি: Twitter/ Junky_Tech
জুলাই মাসে স্পেনে লঞ্চ হয়েছিল Mi A3। স্পেনে 64GB ভেরিয়েন্টে Mi A3 এর দাম 249 ইউরো (প্রায় 19,200 টাকা)। অন্যদিকে 128GB স্টোরেজে Mi A3 কিনতে 279 ইউরো (প্রায় 21,500 টাকা) খরচ হবে। অবশেষে 21 অগাস্ট ভারতে আসছে এই স্মার্টফোন।
Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেল চলবে। এই ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Mi A3 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Mi A3 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Jujutsu Kaisen Season 3 OTT Release: Know When and Where to Watch the Culling Game Arc
Jurassic World: Rebirth OTT Release: Know When, Where to Watch the Scarlett Johansson-Starrer