লঞ্চের আগেই MIUI 10 এর বিটা টেস্টিং শুরু করল Xiaomi
চিনে শুরু হল MIUI 10 এর ক্লোজড বিটা প্রোগ্রাম। আগামি 31 মে লঞ্চ হবে MIUI 10। লঞ্চের আগেই নতুন অপারেটিং সিস্টেম থেকে বাগ দুর করতে MIUI 10 এর বিটা টেস্টিং শুরু করল Xiaomi। চিনে Redmi Note 5, Mi Mix, Mi Mix 2, Mi Mix 2s ও Mi 6 এর গ্রাহকরা MIUI 10 বিটা টেস্টিং প্রোগ্রামে যোগ দিতে পারবেন। এর সাথেই 31 মে লঞ্চ হবে Xiaomi র নতুন ফ্ল্যাগশিপ Mi 8। এই ফোনেও প্রি লোডেড থাকতে পারে নতুন MIUI 10। লেটেস্ট Android Oreo 8.1 এর উপরে বেস করে তৈরী হয়েছে কোম্পানির নিজস্ব ইউজার ইন্টারফেস MIUI 10।
চিনের এই মাইক্রো ব্লগিং সাইটে জানানো হয়েছে MIUI 10 ক্লোজড বিটা প্রোগ্রামের জন্য আবেদন গ্রহন করবে Xiaomi। চিনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া। এই প্রোগ্রামে যোগ দিতে গেলে আপনাকে চিনে থাকতে হবে। আর তাই আপনি যদি ইতিমধ্যেই চিনে বাস করেন আর আপনার কাছে থাকে উপরে জানানো ফোনগুলির যে কোন একটি, তবে আপনি যোগ দিতে পারবেন এই ক্লজড বিটা প্রোগ্রামে।
চিনে এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য একটি WeChat ID থাকা বাধ্যতামুলক। এরপরে আপনাকে MIUI WeChat পাবলিক নাম্বার সার্চ করতে হবে। এখানেই আপনাকে পাঠিয়ে দিতে হবে “MIUI 10” মেসেজটি। এরপরে আপনার WeChat এ চলে আসবে একটি রেজিস্ট্রেশান কোড। এরপর এই নম্বরটি আপনার ফোনে মেনু বার এ MIUI 10 বাটনে ট্যাপ করে MIUI অ্যাপ এ এই নম্বরটি দিয়ে দিতে হবে। এর পরেই MIUI 10 ক্লোজড বিটা প্রোগ্রামে রেজিস্টার হয়ে যাবে আপনার ডিভাইসটি।
এই প্রক্রিয়া শেষ হলে 29 মে Xiaomi এই ডিভাইসগুলি থেকে নির্বাচিত করবে কিছু ফোন। আর 31 মে এর পরে সেই ডিভাইসগুলি পেয়ে যাবে MIUI 10 বিটা আপডেট।
যেহেতু এটি একটি বিটা আপডেট তাই এই আপডেট ইন্সটলের পরে আপনার ফোনে কিছু সমস্যা দেখা যাতে পারে। মতুন এই অপারেটিং সিস্টেম টেস্টিং এর জন্যই তৈরী হয়েছে এই বিটা আপডেট। তাই নিজের প্রাইমারী ডিভাইসে এই বিটা আপডেট ইন্সটল না করাই ভালো।
নতুন MIUI 10 এ থাকবে ফাস্ট, ইমপ্রুভড পারফর্মেন্স ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন