Moto G Power ও Moto G Stylus -এ হোল-পাঞ্চ ডিজাইন থাকছে
দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Motorola। সম্প্রতি লঞ্চ হয়েছে Moto G Power ও Moto G Stylus। Moto G Stylus এর সঙ্গে থাকছে একটি স্টাইলাস। Moto G Power-এ রয়েছে 5,000 mAh ব্যাটারি। এই দুই ফোনেই রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। Moto G Power ও Moto G Stylus-এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে।
Moto G Power-এর দাম 249.99 মার্কিন ডলার (প্রায় 18,000 টাকা)। Moto G Stylus-এর দাম 299.99 মার্কিন ডলার (প্রায় 21,500 টাকা)। শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় এই দুই ফোন বিক্রি শুরু হবে। যদিও ভারতে এই ফোন কবে আসবে জানা যায়নি।
Poco X2 রিভিউ: কুড়ি হাজারের কমে এটাই সেরা?
Moto G Power-এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি Full-HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।
Moto G Power-এ 5,000 mAh ব্যাটারি থাকছে
এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি সেন্সরে রয়েছে 16 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনের ভিতরে রয়েছে একটি 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 10W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/a/ac Bluetooth 5.0, GPS, AGPS, LTEPP, SUPL, Glonass, ও Galileo। এই ফোনের ওজন 199 গ্রাম।
Moto G Stylus-এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি Full-HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।
Moto G Stylus-এ থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি সেন্সরে রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 16 মেগাপিক্সেল অ্যাকশন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/a/ac Bluetooth 5.0, GPS, AGPS, LTEPP, SUPL, Glonass, ও Galileo। এই ফোনের ওজন 192 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন